এই মুহূর্তে




দিল্লির সুলতানপুরী গ্যাং- এর মাস্টারমাইন্ড সহ তিন দুষ্কৃতী সাঁতরাগাছিতে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,সাঁতরাগাছি:এরা দিল্লি থেকে বিমানে চেপে বিভিন্ন শহরে ধর্মীয় অনুষ্ঠানের সময় যায়। রেলস্টেশন, বাসস্ট্যান্ডের মতো ভিড় জায়গাগুলোকে আগে থেকে রেইকি করে নেয়। সেখানে মূলত বৃদ্ধা মহিলাদের টার্গেট করে দলটি। পাঁচ-ছয় জন মিলে ভিড়ে মিশে গিয়ে ব্যাগ থেকে টাকা পয়সা ও মুলত সোনার গয়না চুরি করে এরা।দলটির মাস্টারমাইন্ড রণবীর সিং(Ranbir Singh)। দিল্লির সুলতানপুরী(Sultampuri) গ্যাং- এর মাস্টারমাইন্ড সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে খড়গপুর জিআরপি। খড়গপুর জিআরপির শালিমার থানা গত বুধবার সাঁতরাগাছি স্টেশনে(Satragachi Station) ওই তিনজনকে গ্রেফতার করে।

ধৃতদের নাম রণবীর সিং, আজমের সিং ও মুকেশ। তাদের কাছ থেকে কিছু পরিমাণ সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজন দিল্লির সুলতানপুরের বাসিন্দা। গ্যাংয়ের নাম সুলতানপুরি গ্যাং। এরা দিল্লি থেকে বিমানে চেপে বিভিন্ন শহরে ধর্মীয় অনুষ্ঠানের সময় যায়। রেলস্টেশন, বাসস্ট্যান্ডের মতো ভিড় জায়গাগুলোকে আগে থেকে রেইকি করে নেয়। সেখানে মূলত বৃদ্ধা মহিলাদের টার্গেট করে দলটি। পাঁচ-ছয় জন মিলে ভিড়ে মিশে গিয়ে ব্যাগ থেকে টাকা পয়সা ও মুলত সোনার গয়না চুরি করে এরা। দলটির মাস্টারমাইন্ড রণবীর সিং।

এর আগে কলকাতা অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র সহ বহু জায়গায় ও ট্রেনে চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছে তারা। ধৃতদের ১১ দিনের জন্য হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গেছে, সাতরাগাছি ছয় ও সাত নম্বর প্লাটফর্মে যখন জি আর পি পুলিশ টহল দিচ্ছিল সেই সময় তিনজন সন্দেহভাজনকে তারা আটক করে। তাদের কাছ থেকে বেশ কিছু সোনার গয়না উদ্ধার হয়। কিন্তু তারা সেই গয়নার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। তাদের কথাবার্তা অসংলগ্ন ছিল। এরপরই তাদের শালিমারে নিয়ে এসে জিজ্ঞাসা বাদ করলে পরে জানা যায় এরা সকলে দিল্লির সুলতান পুরি কেপমারি গ্যাং এর সদস্য। একই সঙ্গে ধরা পড়ে দলের মূল পাণ্ডা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইসলামপুরে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

বিনা হেলমেটে কৈখালিতে স্কুটির চাকা পিছলে গেলে কোলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মায়ের

বিহারের ফলাফল দেখে যারা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন , এত বাড়াবাড়ির প্রয়োজন নেই, মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

‘মমতা ছিলেন, আছেন এবং থাকবেন’, বিহারের ফলকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ

নিউটাউনে পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ আগুন, মাঝরাস্তায় জ্বলছে ট্যাঙ্কার

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ