এই মুহূর্তে




‘কেমন আছেন ইমরান খান?’, আদিয়ালা জেলে দেখে আসার পর কি জানালেন বোন উজমা?

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলের ভিতরে দাদার সঙ্গে দেখা করার পর বাইরে বেরিয়ে এসে এ কথা জানিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতার বোন উজমা খানুম। তাঁর মুখে নেতার সুস্থ থাকার খবর শোনার পরেই খুশিতে মেতে উঠেছেন জেলের বাইরে অপেক্ষারত পিটিআইয়ের হাজার-হাজার কর্মী-সমর্থক। তবে জেলের ভিতরে সুস্থ থাকলেও ইমরানের উপরে মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অবিযোগ করেছেন উজমা।

সপ্তাহে দু’বার করে পরিবারের সদস্যদের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আদিয়ালা জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই পরিবারের সদস্যরা জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়েছেন। সমাজমাধ্যমেও দাবানলের মতো গুজব ছড়িয়েছে, আর বেঁচে নেই প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুর খবর ধামাচাপা দিতেই পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না। ওই গুজবের প্রেক্ষিতে মুখ খুলেছে আদিয়ালা জেল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জেলে সুস্থই রয়েছে ইমরান খান।’ কিন্তু তা বিশ্বাস করতে চাইছেন না পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতারা। গত কয়েকদিন ধরেই জেলের বাইরে অবস্থান-বিক্ষোভ প্রদর্শন করেছেন তাঁরা। ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি সহ অন্যান্য নেতারা। আদিয়ালা জেলের সুপার আবদুল গফুর আঞ্জুম, দেশের অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক মুহাম্মদ খুররম আঘা-সহ অন্যান্যদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন ইমরানের বোন আলিমা খান।

প্রিয় নেতার শারীরিক অবস্থা নিয়ে লুকোচুরির প্রতিবাদে ইতিমধ্যেই বিক্ষোভে নেমেছেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। শেষ পর্যন্ত খানিকটা নতিস্বীকার করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানুমকে দেখা করার অনুমতি দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ। সেই অনুমতি পাওয়ার পরেই জেলের ভিতরে দাদাকে দেখতে যান।

প্রসঙ্গত, ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ খুঁইয়েছিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। ক্ষমতা হারানোর পরেই একের পর এক মিথ্যা মামলায় তাঁকে ফাঁসিয়ে দিয়েছে শাহবাজ শরিফের সরকার। ২০২৩ সালের অগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি ৭২ বছর বয়সী রাজনেতা। তোশাখানা মামলার পাশাপাশি কূটনৈতিক তারবার্তা ফাঁসের অভিযোগে ১০ বছর এবং আল-কাদির ট্রাস্টের সঙ্গে সম্পর্কিত একটি পৃথক দুর্নীতি মামলায় ১৪ বছর জেলের সাজা ঘোষণা করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নয়া চাল শাহবাজের? পাকিস্তানে হিন্দু-সহ সংখ্যালঘুদের রক্ষায় জাতীয় কমিশন গঠন

শ্বেতশুভ্র বরফে গড়ে উঠল রঙিন ঘর, ফিনল্যান্ডে ভারতীয় পরিবারের কীর্তিতে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া

চলতি বছরে অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ কি জানেন?

‘মৃত্যু গুজবের’ মধ্যেই আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে বোন উজমা খানকে দেখা করার অনুমতি

শ্রীলঙ্কায় পৌঁছল মেয়াদোত্তীর্ণ ত্রাণসামগ্রী, পাকিস্তানের কাজে তুঙ্গে সমালোচনা

রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি, ইমরান খানকে নিয়ে বিরাট আশঙ্কায় পরিবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ