Comm Ad 005 TBS

About Us

সময়টা বড় সুখের নয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের নিরপেক্ষতা কিছুদিন ধরেই ক্ষয়িষ্ণু হচ্ছে বলে অভিযোগ। দায়বদ্ধতা প্রশ্নের মুখে। বিশ্বাসযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে। গণতন্ত্রের অন্যতম স্তম্ভে আজ আড়াআড়ি বিভাজন। কেউ এ পক্ষের, আবার কেউ অন্যপক্ষের প্রতিনিধি হিসেবে আবির্ভূত। খবরের মোড়কে পাঠক এবং দর্শকদের গেলানো হচ্ছে পক্ষপাতমূলক খবর। ফলে অনেকটাই বিভ্রান্ত আমজনতা। রাজনীতি, যৌনতা আর হিংসায় ভরা খবরে উপেক্ষিত থেকে যাচ্ছে সমাজের বাস্তব সমস্যা। উপেক্ষিত থেকে যাচ্ছে সিংহভাগ আমজনতার কথা।  এমন এক কঠিন সময়ে আমাদের পথ চলা শুরু। দায়িত্ব পালন যে কঠিন, তা জানি। কিন্তু অসম্ভব নয় বলেই আমরা মনে করি।  কেননা, কোনও রাজনৈতিক দায়বদ্ধতা আমাদের নেই। আমরা দায়বদ্ধ শুধু পাঠক আর তাঁদের কাছে, যাদের কথা কেউ বলে না। যাঁদের জন্য ভাবার সময় নেই কারও। এক নতুন লড়াইয়ে আমাদের সঙ্গী সাংবাদিকতার প্রবীণ আর নবীণ প্রজন্ম। আমাদের বিশ্বাস, আমরা লক্ষ্যে পৌঁছবই। শুধু আমাদের ক্ষুদ্র প্রয়াসে আপনারা পাশে থাকবেন এইটুকুই আশা করছি।

                                                                                                                                                                পল্লব গুপ্ত
                                                                                                                                                              মুখ্য সম্পাদক

                                                                                                                                                                         
                                                                                                                                                               
 
 
                                                                                                                                                                                                    

এই মুহূর্তে Live

Comm Ad 026 BM

Stay Connected

Get Newsletter

Featured News

Advertisement

2020 New Ad HDFC 05

নবান্নের কন্ট্রোলরুমে মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী।

নবান্নের কন্ট্রোলরুমে মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী।

বুধবার সারারাত নবান্নে থেকেই পরিস্থিতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

বুধবার সারারাত নবান্নে থেকেই পরিস্থিতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, ডিজি-সহ অন্য কর্তারা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, ডিজি-সহ অন্য কর্তারা।

মঙ্গলবারের পর বুধবার বিকেলেও শহরের বিভিন্ন জায়গায় যান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবারের পর বুধবার বিকেলেও শহরের বিভিন্ন জায়গায় যান মুখ্যমন্ত্রী।

তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ও মেয়র ফিরহাদ হাকিম।

তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ও মেয়র ফিরহাদ হাকিম।

এদিন খিদিরপুর, পার্ক সার্কাস, বালিগঞ্জ ফাঁড়ির মতো দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় যান।

এদিন খিদিরপুর, পার্ক সার্কাস, বালিগঞ্জ ফাঁড়ির মতো দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় যান।

এদিনও স্থানীয়দের লকডাউন মেনে চলার অনুরোধ করেন তিনি।

এদিনও স্থানীয়দের লকডাউন মেনে চলার অনুরোধ করেন তিনি।

এই নিয়ে পরপর দু'দিন শহরের বিভিন্ন জায়গায় গেলেন মুখ্যমন্ত্রী।

এই নিয়ে পরপর দু'দিন শহরের বিভিন্ন জায়গায় গেলেন মুখ্যমন্ত্রী।

তাঁর এই কাজকে তীব্র ভাষায় বিঁধেছেন বিরোধীরা।

তাঁর এই কাজকে তীব্র ভাষায় বিঁধেছেন বিরোধীরা।

পূবস্হলি দক্ষিণ বিধানসভার কালনা ১নং ব্লকের শাখাটি আদিবাসী পাড়ার বাহা পুজোর উৎসব

পূবস্হলি দক্ষিণ বিধানসভার কালনা ১নং ব্লকের শাখাটি আদিবাসী পাড়ার বাহা পুজোর উৎসব

সেখানেই যান মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ

সেখানেই যান মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ

গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। জানতে চান সুবিধা-অসুবিধার কথা

গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। জানতে চান সুবিধা-অসুবিধার কথা

পরে একাধিক প্রকল্পের উদ্বোধনও করেন মন্ত্রী

পরে একাধিক প্রকল্পের উদ্বোধনও করেন মন্ত্রী

জনগণের সঙ্গে বসে অনুষ্ঠানও দেখেন মন্ত্রী স্বপন দেবনাথ

জনগণের সঙ্গে বসে অনুষ্ঠানও দেখেন মন্ত্রী স্বপন দেবনাথ

প্রায় ঘণ্টাখানেক এই অনুষ্ঠানেই ছিলেন তিনি

প্রায় ঘণ্টাখানেক এই অনুষ্ঠানেই ছিলেন তিনি

#

#