About Us
সময়টা বড় সুখের নয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের নিরপেক্ষতা কিছুদিন ধরেই ক্ষয়িষ্ণু হচ্ছে বলে অভিযোগ। দায়বদ্ধতা প্রশ্নের মুখে। বিশ্বাসযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে। গণতন্ত্রের অন্যতম স্তম্ভে আজ আড়াআড়ি বিভাজন। কেউ এ পক্ষের, আবার কেউ অন্যপক্ষের প্রতিনিধি হিসেবে আবির্ভূত। খবরের মোড়কে পাঠক এবং দর্শকদের গেলানো হচ্ছে পক্ষপাতমূলক খবর। ফলে অনেকটাই বিভ্রান্ত আমজনতা। রাজনীতি, যৌনতা আর হিংসায় ভরা খবরে উপেক্ষিত থেকে যাচ্ছে সমাজের বাস্তব সমস্যা। উপেক্ষিত থেকে যাচ্ছে সিংহভাগ আমজনতার কথা। এমন এক কঠিন সময়ে আমাদের পথ চলা শুরু। দায়িত্ব পালন যে কঠিন, তা জানি। কিন্তু অসম্ভব নয় বলেই আমরা মনে করি। কেননা, কোনও রাজনৈতিক দায়বদ্ধতা আমাদের নেই। আমরা দায়বদ্ধ শুধু পাঠক আর তাঁদের কাছে, যাদের কথা কেউ বলে না। যাঁদের জন্য ভাবার সময় নেই কারও। এক নতুন লড়াইয়ে আমাদের সঙ্গী সাংবাদিকতার প্রবীণ আর নবীণ প্রজন্ম। আমাদের বিশ্বাস, আমরা লক্ষ্যে পৌঁছবই। শুধু আমাদের ক্ষুদ্র প্রয়াসে আপনারা পাশে থাকবেন এইটুকুই আশা করছি।
পল্লব গুপ্ত
মুখ্য সম্পাদক
পল্লব গুপ্ত
মুখ্য সম্পাদক