এই মুহূর্তে

‘ভুল বোঝাবুঝির কারণে বিজেপিতে গিয়েছিলাম’, তৃণমূলে যোগ দিয়ে জানালেন অর্জুন

নিজস্ব প্রতিনিধি: ‘ভুল বোঝাবুঝির কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলাম’, রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তৃণমূলে যোগ দিয়ে অর্জুনের মন্তব্য, ‘ঘরের ছেলে ঘরে ফিরে এলাম।’

রবিবার সব জল্পনায় জল ঢেলে বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন সকালে কলকাতার উদ্দেশে বের হন অর্জুন সিং। কলকাতায় এসে অর্জুন সিং প্রথমে ওঠেন তাজবেঙ্গল হোটেলে। এর পর সেখান থেকে তাঁর গাড়ি যায় ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠকে যোগ দেন। সেখানেই অর্জুনকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দেন। এর পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ‘ দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি ছিলাম। মাঝে কিছু ভুল বোঝাবুঝির কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলাম’। তার পরেই তাঁর সংযোজন ‘ঘরের ছেলে ঘরে ফিরে এলাম।’ অন্যদিকে এদিন পুরনো দলে ফিরে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি অর্জুন সিং। বিজেপি আক্রমণ করে তিনি বলেন, ‘এই দলে থেকে মানুষের কাজ করা যায় না। কারণ, এই দল শুধু ফেসবুকের সংগঠন। কিন্তু মানুষের কাজটা করতে হয় মাঠে নেমে। যাঁরা বরাবর সেভাবে সংগঠনের কাজ করেছেন, তাঁরা কখনও কাজের যথাযথ সুযোগ পায়নি। বঙ্গ বিজেপি শুধুই এয়ার কন্ডিশন ঘরে বসে রাজনীতি করে।’

অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলনে পার্থ ভৌমিক জানিয়ে দেন আগামী ৩০ মে শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলের মাঠে এক জনসভা হবে। সেই জনসভায় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও থাকবেন উত্তর ২৪ পরগনার জোড়াফুল শিবিরের নেতারা। উপস্থিত থাকবেন অর্জুন সিংও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গার্ডেনরিচের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল লালবাজার

গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে ৯, কলকাতা পুরসভার তিন ইঞ্জিনিয়ারকে  শোকজ

এক শ্রেণীর মানুষের মধ্যে বেআইনি নির্মাণের প্রবণতা বেড়েছে, অভিযোগ বিধানসভা অধ্যক্ষের

শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হোক লিঙ্গ দেখে, বিস্ফোরক ট্যুইট তথাগতের

নির্বাচন কমিশনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে বিজেপি, তোপ তৃণমূলের

‘রাজনীতি পরে করুন, উদ্ধারকার্যে প্রশাসনের মদত করুন’ বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর