এই মুহূর্তে

মহানবমীর দুপুরে বাংলাদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ১৭

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শারদীয়ার উৎসবের মাঝেই নবমীর বিকেলে বিষাদের সুর বাংলাদেশে । যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির ধাক্কায় মৃত অন্তত ১৭ জন। জখম আরও প্রায় ৫০। সোমবার দুপুর সোয়া তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশের কিশোরগঞ্জের(Kishorganj) ভৈরব এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানো হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী ট্রেনটি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঢাকা থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ভৈরবের আউটার পয়েন্টের কাছে প্যাসেঞ্জার ট্রেনের(Passenger Train) শেষ দুটো কামরায় ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি।বাংলাদেশের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যার লাফিয়ে বাড়ছে । বেড়ে দাঁড়ায় ১৭।

সঙ্গে সঙ্গে বগি দুটি উলটে যায়। আটকে পড়েন ট্রেনের যাত্রীরা। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান।ইতিমধ্যে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ট্রেনের উলটে যাওয়া বগির নিচে অনেকে আটকে পড়েছেন বলে খবর। তাঁদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানো হয়। জখম অন্তত আরও ৫০ জন। ভৈরব জিআরপি(GRP) থানার ওসি আবদুল আলিম জানান, এপর্যন্ত ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর ১৬ জনের দেহ উদ্ধার করেছেন দমকল বিভাগের কর্মীরা। আহতদের বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ এখনও চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান সবুজ জানান,দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের কর্মীরা। এছাড়া উদ্ধারকাজে যোগ দিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। রেলওয়ের একটি সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল।

তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের চারটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে সিগন্যালিংয়ের কোনও জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে দুর্ঘটনায় তিন‌টি ব‌গি উল্টে যাওয়ায় সেগু‌লো ক্রেন ছাড়া সরা‌নো সম্ভব হ‌চ্ছে না। উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা ও আখাউড়া থে‌কে ক্রেন রওনা দি‌য়ে‌ছে। ব্যবস্থা করা হয়েছে জোরালো আলোর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিন্দুকদের মুখে ছাই ঢেলে হানিমুনে চুটিয়ে রোমান্স তাহসান-রোজার, ছবি ভাইরাল

বাংলাদেশে ফের সেনার বিশেষ ক্ষমতা বাড়ল ৬০ দিন, মিলল গুলি চালানোর অধিকার

দিল্লিকে লাল চোখ ঢাকার, সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ইউনূস সরকারের

‘বিএসএফকে বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না’, দিল্লিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার

দীর্ঘদিন ধরে বাংলাদেশের মর্গে ৮ ভারতীয় বন্দির দেহ, তালিকায় বাংলার ১

‘সিরাজগঞ্জে ১৫ পুলিশ কর্মীকে আমরাই খুন করেছি’, ৫ মাস বাদে দায় স্বীকার বিএনপি নেতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর