-273ºc,
Friday, 9th June, 2023 3:38 am
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে বিচার পেতে গিয়ে প্রতারণার শিকার সে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আত্মীয়। এক মামলার রায়ের নকল সংগ্রহ করতে দুই আইনজীবীর সহকারীকে এক লাখ ২০ হাজার টাকা দিয়েও পাননি রায়ের অনুলিপি। শুধু তাই নয় মামলার খরচ বাবদ আইনজীবীকেও দিতে হয়েছে ১৮ লাখ টাকা। বাংলাদেশে বিচারব্যবস্থার এমন বেহাল অবস্থার কথা উঠে এসেছে খোদ প্রধান বিচারপতির কথায়। প্রশ্ন উঠছে, প্রধান বিচারপতির আত্মীয়ের বিচার পেতে যদি এই হয়রানি ও প্রতারণার শিকার হতে হয় তবে সাধারণ মানুষের কী হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই ঘটনার কথা বলেন। তিনি বলেন, ‘আইনজীবীর সহকারীরা যদি একটা নকল তুলতে ৮০ হাজার টাকা নিয়ে যান, তারপরও ক্লায়েন্টকে চরকির মতো ঘোরাতে থাকেন, এটা রোধ করবে কে?’ মামলার জাজমেন্টের কপি তুলতে নিকট আত্মীয়ের আদালতে হয়রানির কথা তুলে ধরে তিনি বলেন, ‘জাজমেন্ট করানোর জন্য ১৮ লাখ টাকা ল’ইয়ার নিয়েছেন। এরপর তার পক্ষে রায় আসলেও ৪০ হাজার টাকা তার ক্লার্ক নিয়েছেন রায়ের নকল তোলার জন্য। পরে নকল ওঠানোর জন্য আরেকজন ক্লার্ককে ধরেছেন। তিনিও আবার ৮০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু মামলার রায়ের নকল পাননি।’
বাংলাদেশের প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার এমন দশা প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, ‘আমি প্রধান বিচারপতি হিসেবে এ সমস্যাটা কীভাবে সমাধান করবো? আপনারা বলেন তো দেখি? এটা সমস্যার একটা উদাহরণ দিলাম। এর মধ্যে আশার কথাও আছে আবার হতাশার কথাও আছে। যেগুলো আমাদের উৎসাহিত করে।’