এই মুহূর্তে




বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবের বলি ৯, পিছিয়ে গেল ভোট




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘূর্ণিঝড় ‘রিমল’-এর তাণ্ডবে এখনও পর্যন্ত দেশে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে দেওয়াল ধসে সাত জন ও জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তবে আগে থাকতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কারণে প্রাণহানির সংখ্যা কমানো গিয়েছে বলে দাবি করেছেন প্রশাসনিক আধিকারিকরা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রবিবার (২৬ মে) বিকেল থেকেই দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডব শুরু হয়। প্রবল জলোচ্ছ্বাসে একাধিক এলাকায় বেড়ি বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দেশের অধিকাংশ জেলাতেই দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যু‍ৎহীন হয়ে পড়েছে কয়েক লক্ষ পরিবার।  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের তরফে সোমবার (২৭ মে) দুপুরে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘রিমলের’ তাণ্ডবের কারণে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও সাতক্ষীরা এবং চট্টগ্রামে মোট নয় জনের প্রাণহানি ঘটেছে। সিংহভাগই মারা গিয়েছেন দেওয়াল চাপা পড়ে। উপকূলে আছড়ে পড়ার পরে শক্তি হ্রাস হওয়ায় পায়রা, চট্টগ্রাম-সহ একাধিক সমুদ্র বন্দর থেকে মহাবিপদ সঙ্কেত নামানো হয়েছে।

অন্যদিকে ‘রিমলের’ কারণে ১৯ উপজেলায় ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মে অর্থা‍ৎ বুধবার ওই ১৯ জেলায় ভোট নেওয়ার কথা ছিল। নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিভিন্ন ভোট কেন্দ্রে জল ঢুকে যাওয়ায় এবং বিদ্যু‍ৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোটগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইউনূসের জমানায় বিষ মদের রমরমা, খুলনায় বিষাক্ত মদের বলি পাঁচ

এনসিপির লেঠেল বাহিনীতে পরিণত বাংলাদেশ সেনা, এবার কক্সবাজারে বিএনপি কর্মীদের বেধড়ক মারধর

ঢাকায় আল কায়েদা-আইএসের পতাকা হাতে মিছিল, শ্লোগান উঠল ‘তুমি কে, আমি কে? জঙ্গি-জঙ্গি’

‘বাঁচতে চাইলে শেখ মুজিবের নাম মুখে আনবি না’, গোপালগঞ্জে বাড়ি-বাড়ি গিয়ে শাঁসানি সেনা-পুলিশের

গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, সেনার গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৬

সেনার হুমকিতে ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ