নিজস্ব প্রতিনিধি: দুই বাংলার তারকাদেরই দুই দেশে ভরপুর আনাগোনা। বিশ্বকাপের আগেই ঢাকা গিয়েছেন জনপ্রিয় রবি গায়িকা ইমন চক্রবর্তী। কনসার্ট করতে মাঝে মধ্যেই দেশ-বিদেশ ঘুরতে হয় তারকাদের। তেমনই এবার ইমনের ডাক পড়েছে ঢাকায়। বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিনই কাতর কন্ঠে বাংলাদেশের কথা জানান ইমন। এমনকী সে দেশে হটস্টার অ্যাপের অচলতার কথাও জানিয়েছিলেন ইমন। তাই বিশ্বকাপ আর কীভাবে দেখা সম্ভব তা ভক্তদের কাছে জানতে চেয়েছিলেন তিনি।
কিন্তু দুর্ভাগ্যবশত তিনি খেলা দেখলেও বিশ্বকাপের ময়দানে ভারতের হার গোটা দেশবাসীর হৃদয়ে এখনও ক্ষতসম। যাই হোক, বাংলাদেশে থেকে খালি হাতে নয়, একাধিক মজার মজার ভিডিও সঙ্গে করে নিয়ে এসেছেন ইমন। সঙ্গে একটি স্বপ্নও পূরণ করেছেন। তার সবটাই ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করে নিয়েছেন ‘প্রাক্তন’ গায়িকা। পড়শি দেশে গিয়ে দুই বাংলার জনপ্রিয় নায়ক চঞ্চল চৌধুরীর সঙ্গেও দেখা করেছেন ইমন। শুধুই কি তাই? দুজনে মিলে একসঙ্গে জমিয়ে গানও গেয়েছেন। বাংলাদেশে গিয়ে যে, কাজের ফাঁকে সেই দেশের সফরটা ভালোভাবে উপভোগ করেছেন ইমন, তা গায়িকার ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে। এদিন তিনি একটি ভিডিও পোস্ট করে জানালেন সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর। সঙ্গে অভিনেতার আর তিনি ‘সাদা সাদা কালা কালা’ গানটিও গেয়েছেন। ভিডিওতে দেখা গেল, কালো শাড়ি পরে মাইক হাতে চঞ্চলের পাশে দাঁড়িয়ে হাওয়া ছবির সাদা সাদা কালা কালা গানটি গাইছেন ইমন।
জিন্সের উপর পঞ্জাবি পরে ইমনকে যোগ্য সঙ্গ দেন চঞ্চল। দুজনেই বেশ হাসিখুশি ভাবে মূহুর্তটাকে এনজয করলেন তা ভালই বোঝা গেল। এই ভিডিও পোস্ট করে ইমন তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বহুদিন পর বাংলাদেশ গিয়ে এত আনন্দ করলাম। আর এটা সম্ভব হল আমার বন্ধু স্বপ্নীলের জন্য। আমি আমাদের প্রজন্মের সেরা এবং গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে স্টেজ শেয়ার করতে পারলাম। একই সঙ্গে অমর সব থেকে পছন্দের গানটি গাইলাম তাঁর সঙ্গে।’ আর এই ভিডিওর তলায় বন্যা বয়ে গিয়েছে ভক্তদের। চঞ্চল চৌধুরীকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে দেখা যাবে। যেখানে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল।