এই মুহূর্তে




ইউনূস-ওয়াকার সঙ্ঘাতে সেনাপ্রধানের পাশে দাঁড়াল খালেদার দল




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে জাতীয় নির্বাচন থেকে শুরু করে মানবিক করিডর নিয়ে বেনজির সঙ্ঘাতে জড়িয়ে পড়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। পাকিস্তানপন্থী ও মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত ইসলামী-জাতীয নাগরিক পার্টি-খেলাফত মজলিশ-আমার বাংলাদেশ পার্টি সরাসরিই ইউনূসের পক্ষ নিয়েছে। চুপ করে বসে নেই দেশের সর্ববৃহত্তম দল তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা বিএনপিও। ইউনূস-ওয়াকার সঙ্ঘাতে সরাসরি সেনাপ্রধানের পাশেই দাঁড়িয়েছে প্রাক্তন শাসক দলটি। শুক্রবার (২৩ মে) দলের তরফে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ইউনূস ইস্তফা দিলে দেশের কোনও ক্ষতি হবে না।। বরং বিকল্প কাউকে নেতা হিসাবে বেছে নিয়ে দেশ এগিয়ে যাবে। যদিও সেই বিকল্প নেতা সেনাপ্রধান হবেন কিনা, তা খোলসা করে জানায়নি খালেদার দল।

সেন্ট মার্টিন বিদেশিদের (পড়ুন মার্কিন যুক্তরাষ্ট্র) কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র ভেস্তে যাওয়ায় ইউনূস তদারকি সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেবেন কিনা, তা নিয়ে জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি রাখঢাক না রেখে বলেছেন, ‘বিএনপি কখনই চায় না প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদতাগ করুন। বরং আমরা বার বার বলেছি, অবিলম্বে দেশে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক।  কিন্তু সেদিকে না যেয়ে সংস্কারের কথা বলে সময় নষ্ট করা হচ্ছে। বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বসিয়ে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার পরিকল্পনা হচ্ছে। যদি মুহাম্মদ ইউনূস আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করতে চান, তাহলে করতে পারেন। কোনও ক্ষতি হবে না। জাতি নতুন বিকল্প বেছে নেবে। ইউনূসের পদত্যাগে কোনও শূন্যতা তৈরি হবে না। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার শখ যে ইউনূসের দীর্ঘদিনের পরোক্ষে সেই প্রসঙ্গ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ বিষয়টা বিস্তারিত বলতে চাই না। কারণ তিনি ইতিপূর্বে একবার একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন ১/১১-এর সরকারের সময়। কিছুদিন পরই উনি ওখান থেকে সরে এসেছেন। আমি জানি না একই প্রবণতা ওনার মধ্যে কাজ করে কিনা। কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনও স্থান নেই।’ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না করলে তদারকি সরকারকে বিএনপি সহযোগিতা করবে কিনা জানতে চাওয়া হলে সালাহউদ্দিন বলেন, ‘সরকারকে সহযোগিতা অব্যাহত রাখব কিনা সেটা আমরা পুনর্বিবেচনা করব। আমাদের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এই কথা আমরা আগে বলেছি, এখনও বলছি।’

গত বুধবার সেনাপ্রধান ওয়াকার-উজ জামান দেশের জাতীয় নির্বাচন নিয়ে যে সময়সীমা বেঁধে দিয়েছেন তা নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সালাহউদ্দিন বলেন, ‘সেনাপ্রধান তার অফিসারদের সামনে দরবারে যে বক্তব্য দিয়েছেন, তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটা আমরা পত্রিকায় দেখেছি। সবচেয়ে মজার বিষয় হল, সেনাবাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে, আর আমরা বেসামরিক নাগরিকরা তাতে মনোযোগ দিচ্ছি না। সেনাপ্রধান ওনার বক্তব্যে এমন কিছু বলেননি, যা ওঁর এক্তিয়ারে পড়ে না।’

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ হাসিনার আইনজীবী হিসাবে রাজাকার সন্তানকে নিয়োগ দিল ইউনূস সরকার

জেলের মধ্যেই ধর্ষিতা তরুণীকে বিয়ে, কত ‘দিনমোহর’ দিতে হল নোবেলকে?

ফের দুই হিন্দু আমলাকে চাকরি থেকে তাড়াল মোল্লা ইউনূস সরকার

আদালতের নির্দেশে জেলের মধ্যেই ধর্ষিতা তরুণীকে বিয়ে করলেন গায়ক নোবেল

বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি, ঘটককে গাছে বেঁধে মারধর স্বামীর

নাঈমের বলে ফিরলেন চান্দিমাল, রক্ষা নিশাঙ্কার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ