এই মুহূর্তে

চিন্ময় প্রভুর হয়ে ফের লড়তে দেওয়া হল না হিন্দু আইনজীবীকে

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম আদালতে সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে ফের লড়তে দেওয়া হল না হিন্দু আইনজীবীকে। আইনজীবীকে বাধা দেওয়ার কারণে চিন্ময় প্রভুর জামিনের মামলাটি আবারও পিছিয়ে গেল। একটি সংবাদসূত্রের খবর, চিন্ময়ের মামলা এগিয়ে আনার জন্য আবেদন করেছিলেন সুুপ্রিম কোর্টের আইনজীবী তথা বাংলাদেশ মাইনরিটি ওয়াচের চেয়ারম্যান রবীন্দ্র ঘোষ। যিনি ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন। কিন্তু বুধবার এই আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত। এ প্রসঙ্গে আবেদনকারী আইনজীবীর অভিযোগ, এদিন আদালতের মধ্যেই তাঁর আবেদনের বিরোধিতা করেছেন বাকি আইনজীবীরা। বিচারকের সামনেই তাঁরা চিৎকার করে আদালতের বিচার প্রক্রিয়ায় বাধা দিয়েছে। অন্যদিকে আদালত যুক্তি দেখিয়েছেন, চিন্ময়কৃষ্ণের মামলায় তাঁর কাছে প্রয়োজনীয় ওকালত নামা ছিল না। সেই কারণেই তাঁর আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছিল। খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন। চিন্ময়কৃষ্ণের মামলার শুনানি এক মাস পিছিয়ে দেওয়া হয় এবং জানুয়ারি মাসে শুনানির দিনক্ষণ ধার্য করে চট্টগ্রামের আদালত। গ্রেফতারের পরে বাংলাদেশ ইসকনের প্রাক্তন সদস্য তথা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণের হয়ে লড়ার কোনও আইনজীবী ছিল না। আর তখনই সংখ্যালঘু সন্ন্যাসীর হয়ে লড়তে এগিয়ে আসেন হিন্দু আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনিই শুনানি এগিয়ে আনার জন্যে নতুন করে আবেদন করেছিলেন চট্টগ্রাম আদালতে। সেটাই খারিজ করে দেওয়া হল। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময়কৃষ্ণের জামিন সংক্রান্ত মোট তিনটি আবেদন করেছিলেন রবীন্দ্র ঘোষ। তিনি চিন্ময়প্রভুর গ্রেফতারের মামলায় তাঁর পক্ষে আইনজীবী হিসাবে লড়ার জন্য আবেদন করেছিলেন। এবং তাঁর জামিন মামলার শুনানি এগিয়ে আনার আবেদনও করেছিলেন। তবে আইনজীবী ঘোষ জানিয়েছেন, এদিন আদালত কক্ষে শতাধিক আইনজীবী তাঁর বিরোধিতা না করলে বিচারক তাঁর আবেদন মঞ্জুর করতেন। কিন্তু সে সময়ে আইনজীবী তাঁর বিরোধিতা করায় বিচারক তাঁর আবেদন খারিজ করেন।

কিন্তু চট্টগ্রাম আদালতের সরকারি আইনজীবী জানিয়েছেন, আবেদনকারী আইনজীবীর কাছে আসামির পক্ষে কোনও ওকালতনামা ছিল না, তাই তাঁর আবেদন গৃহীত হয়নি। অন্যদিকে আইনজীবী ঘোষ বলেছেন, তিনি সিনিয়র আইনজীবী। তাই নিজের স্বাক্ষরেই শুনানির আবেদন করেছিলেন। আর সেটা মানাই হল না আদালতে। এদিকে চিন্ময়কৃষ্ণকে গ্রেফতারের পরেই বাংলাদেশের একাংশ উত্তাল হয়ে উঠেছে। সন্ন্যাসীর মুক্তির দাবিতে চট্টগ্রাম, রংপুরের মতো এলাকায় পথে নেমেছেন সংখ্যালঘুরা। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে এই ঘটনায়, যার ফলে দুই দেশের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম হিন্দু পরীক্ষার্থী, ফল বাতিলের দাবি মুসলিম পড়ুয়াদের

বাংলাদেশে পুলিশ ব্যারাকের ভিতরেই হিন্দু মহিলা কনস্টেবলকে ধর্ষণ করে খুন

‘জুনের মধ্যে পাওনা ৮৪.৫ কোটি ডলার মেটান’, ইউনূস সরকারকে ফের সময় বেঁধে দিল আদানি গোষ্ঠী

শেষ রক্ষা হল না, মারা গেলেন কাজী নজরুলের নাতি বাবুল কাজী

সইফ আলি খানকে দেখতে হাসপাতালে শাকিব খান, ছবি ভাইরাল

সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর