'আমরা ভীত নই, আমরা ক্রদ্ধ', গানেই বার্তা বাঙালি শিল্পীদের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। ভোটের আগে এবার রাজনৈতিক দলগুলিতে ঝাঁকে ঝাঁকে যোগ দিয়েছেন বাংলার তারকা শিল্পীরা। কিন্তু সেই ভিড়ে পা মেলাননি অনেকেই। সহনশীলতার মাত্রা ছাড়ানো দেশের ক্রমবর্ধমান অগণতান্ত্রিক, আগ্রাসী রাজনীতির বিরুদ্ধে এবার প্রতিবাদে গর্জে উঠলেন টলি জগতের বেশ কিছু 'বিচক্ষণ' নামজাদা শিল্পী। প্রকাশ করলেন নিজেদের গান। যার বিষয়বস্তু 'আমরা ভীত নই, আমরা ক্রদ্ধ'।
সম্প্রতি নেটদুনিয়ায় প্রকাশিত হয়েছে 'নিজেদের মতে, নিজেদের গান' নামে একটি ভিডিও অ্যালবাম। যেখানে গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখার্জি, কৌশিক সেন, রাহুল ব্যানার্জি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, উজান চ্যাটার্জি, চন্দন সেন, শম্পা বিশ্বাস, দেবলীনা দত্ত মুখার্জি, রেশমি সেন সহ একাধিক নামী শিল্পীকে। তবে এই ভিডিও অ্যালবামটি আর পাঁচটা গানের অ্যালবামের মতো নয়। এই ভিডিও অ্যালবামের মাধ্যমে দেশের অরাজনৈতিক উত্তেজনার পরিবেশকে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্র তারকা হিসাবে নয়, দেশের সাধারণ নাগরিকের সমস্যারই বহিঃপ্রকাশ ঘটেছে শিল্পীদের অভিনয়ে। অভিনয়ের মাধ্যমে জ্বলে উঠেছে তাঁদের মনের ক্ষোভের আগুন। ভিডিওতে স্থান পেয়েছে বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জ্বালানির মূল্যবৃদ্ধির মতো সমস্যাও। ভিডিওর শুরুতে ইঙ্গিত কার দিকে বোঝা না গেলেও গানের মধ্যে 'আচ্ছে দিন', 'গো টু পাকিস্তান', 'দেশদ্রোহী', 'টুকরে টুকরে গ্যাং'-এর মতো কথা ব্যবহার করে নাম না নিয়েই নিশানা করা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের দিকে।
কলকাতার বিভিন্ন খ্যাতনামা অঞ্চলে ভিডিওটির শ্যুটিং করা হয়েছে। জানা গিয়েছে, ভিডিওটি যৌথভাবে পরিচালনা করেছেন ঋদ্ধি ও ঋতব্রত। গানের কথা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য্য। গানে কন্ঠ দিয়েছেন গেয়েছেন অর্ক মুখোপাধ্যায়, শুভদীপ গুহ, অনির্বাণ, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, উজান চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন। ভিডিও অ্যালবামের চিত্রনাট্য লিখেছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। এই গানের একটাই মূল কথা, 'আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকবো।'
More News:
19th April 2021
ইদের দিনেই সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে উপনির্বাচন ঘিরে তীব্র বিতর্ক
19th April 2021
18th April 2021
18th April 2021
করোনা আবহে কলকাতায় আর কোনও বড় নির্বাচনী সমাবেশ করবেন না মমতা
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
Leave A Comment