প্রচারে নেমে মেজাজ হারালেন জয়া
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বদমেজাজি, রুক্ষ স্বভাবের বলে পাপারাৎজিদের কাছে পরিচিত জয়া বচ্চন৷ এর আগে বহুবার বিনা অনুমতিতে ছবি তোলায় প্রকাশ্যেই চিত্র সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন জয়া বচ্চন৷ নিজের বক্তব্য, নিজের ভাবধারা নিয়ে সদা সচেতন এই বাঙালি অভিনেত্রী৷ তাকে জিজ্ঞাসা না করে ছবি তুললে তিনি ভীষণ বিরক্ত হন। আর সেই কারণে মাঝে মধ্যেই প্রকাশ্যেই রাগের বর্হিপ্রকাশ ঘটে জয়া বচ্চনের৷
তৃণমূলের হয়ে বাংলায় ভোট প্রচারে আসেন জয়া বচ্চন। প্রতিদিন তৃণমূলের কর্মী সমর্থকদের হয়ে প্রচারেও দেখা যাচ্ছে তাঁকে। আজ, সকালে শিবপুরের বিধানসভা কেন্দ্রে মনোজ তিওয়ারির হয়ে প্রচার শুরু করেছিলেন তিনি। বেলগাছিয়ায় প্রচার শেষ করে উত্তর হাওড়ায় প্রচার করেন তিনি। স্বাভাবতই, এত বড় মাপের একজন অভিনেত্রীকে দেখতে উচ্ছ্বাস শুরু হয় তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় মানুষদের মধ্যে। কেউ কেউ সেলফি তুলতে শুরু করেন তাঁকে নিয়ে।
উত্তর হাওড়ার ডবসন রোডের এসি মার্কেটের কাছ থেকে রোডশো যাওয়ার সময় এক উৎসাহী তৃণমূল কর্মী জয়া বচ্চনের খুব কাছে চলে যান। এরপরই পকেট থেকে মোবাইল বের করে জয়া বচ্চনের সঙ্গে সেলফি তুলতে যান। আর তাতেই বেজায় চোটে যান জয়া। রীতিমত ধাক্কা মেরে সরিয়ে দেন ওই ব্যক্তিকে। আর তাঁর এই আচরণ মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়।
তৃণমূলের হয়ে বাংলায় ভোট প্রচারে আসেন জয়া বচ্চন। প্রতিদিন তৃণমূলের কর্মী সমর্থকদের হয়ে প্রচারেও দেখা যাচ্ছে তাঁকে। আজ, সকালে শিবপুরের বিধানসভা কেন্দ্রে মনোজ তিওয়ারির হয়ে প্রচার শুরু করেছিলেন তিনি। বেলগাছিয়ায় প্রচার শেষ করে উত্তর হাওড়ায় প্রচার করেন তিনি। স্বাভাবতই, এত বড় মাপের একজন অভিনেত্রীকে দেখতে উচ্ছ্বাস শুরু হয় তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় মানুষদের মধ্যে। কেউ কেউ সেলফি তুলতে শুরু করেন তাঁকে নিয়ে।
উত্তর হাওড়ার ডবসন রোডের এসি মার্কেটের কাছ থেকে রোডশো যাওয়ার সময় এক উৎসাহী তৃণমূল কর্মী জয়া বচ্চনের খুব কাছে চলে যান। এরপরই পকেট থেকে মোবাইল বের করে জয়া বচ্চনের সঙ্গে সেলফি তুলতে যান। আর তাতেই বেজায় চোটে যান জয়া। রীতিমত ধাক্কা মেরে সরিয়ে দেন ওই ব্যক্তিকে। আর তাঁর এই আচরণ মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়।
Leave A Comment