ডোমজুড়ে রাজীব,মিঠুনের রোড শোতে ইট - পাথর ছুঁড়ে হামলা
Share Link:

নিজস্ব প্রতিনিধি : রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিঠুন চক্রবর্তীর সভায় হামলা। ডোমজুড়ে এদিন বিজেপি প্রার্থী রাজীবের সমর্থনে অভিনেতা মিঠুন চক্রবর্তী র সভায় ইট- পাথর ছড়ার অভিযোগ করেছে গেরুয়া শিবির। সূত্রের খবর, ডোমজুড়ের বাঁকড়া অঞ্চলে মিছিল যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গাড়ি ভাংচুর ও লাগাতার ইট ও পাথর ছুঁড়তে থাকে বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স এসেছে বলে জানা গিয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় তৃণমূলের তরফে এই কাজ করা হয়েছে।
আপাতত ওই এলাকায় উত্তেজনা রয়েছে। রোড শো তে যাওয়া বিজেপি কর্মী সমর্থকরা ভীতি ও সন্ত্রাসের মধ্যে আছেন বলে জানা গিয়েছে। পুলিশি নিরপত্তার মধ্যে বাড়ি যাওয়ার আবেদন জানিয়েছেন তারা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর ডোমজুড়ের একাধিক অঞ্চলে কখনও প্রচার কিংবা মিছিল করতে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিশেষ করে ডোমজুড়ের বাঁকড়া অঞ্চলে মিছিল করতে গেলে একাধিকবার বাধা পেয়েছেন রাজীব।
কিছুদিন আগেই মধ্যপ্রদেশের বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনকে নিয়ে ডোমজুড়ের বাঁকড়া অঞ্চলে প্রবেশ করতে গেলেও পুলিশি বাধার মুখে পড়েন রাজীব। যার জেরে জাতীয় সড়কের ধারে রাস্তায় বসে অবরোধ শুরু করে দেন বিজেপি প্রার্থী। তৃণমূলে থাকাকালীন যে অঞ্চল থেকে সবচেয়ে বেশি লিড নিয়ে বারবার মন্ত্রিসভা যান রাজীব সেই অঞ্চলেই প্রবেশে বাধা পাচ্ছেন তিনি। একুসেরট নির্বাচনে ডোমজুড় বিধানসভার লড়াই অন্যতম গুরুত্বপূর্ন বলে দাবি করেছে রাজনৈতিক মহল।
আপাতত ওই এলাকায় উত্তেজনা রয়েছে। রোড শো তে যাওয়া বিজেপি কর্মী সমর্থকরা ভীতি ও সন্ত্রাসের মধ্যে আছেন বলে জানা গিয়েছে। পুলিশি নিরপত্তার মধ্যে বাড়ি যাওয়ার আবেদন জানিয়েছেন তারা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর ডোমজুড়ের একাধিক অঞ্চলে কখনও প্রচার কিংবা মিছিল করতে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিশেষ করে ডোমজুড়ের বাঁকড়া অঞ্চলে মিছিল করতে গেলে একাধিকবার বাধা পেয়েছেন রাজীব।
কিছুদিন আগেই মধ্যপ্রদেশের বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনকে নিয়ে ডোমজুড়ের বাঁকড়া অঞ্চলে প্রবেশ করতে গেলেও পুলিশি বাধার মুখে পড়েন রাজীব। যার জেরে জাতীয় সড়কের ধারে রাস্তায় বসে অবরোধ শুরু করে দেন বিজেপি প্রার্থী। তৃণমূলে থাকাকালীন যে অঞ্চল থেকে সবচেয়ে বেশি লিড নিয়ে বারবার মন্ত্রিসভা যান রাজীব সেই অঞ্চলেই প্রবেশে বাধা পাচ্ছেন তিনি। একুসেরট নির্বাচনে ডোমজুড় বিধানসভার লড়াই অন্যতম গুরুত্বপূর্ন বলে দাবি করেছে রাজনৈতিক মহল।
Leave A Comment