মানুষের লুঠ করা টাকা তৃণমূল নেতাদের কাছ থেকে আদায় করা হবে, দাবি যোগীর
Share Link:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসে ফের তৃণমূলকে কাঠগড়ায় তুললেন উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ জলপাইগুড়ির মালবাজারে নির্বাচনী প্রচারে উত্তরপ্রপদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘কেন্দ্রীয় সরকারের দেওয়া বিনামূল্যের রেশন চুরি করে নিয়েছে তৃণমূলের গুণ্ডারা। গরিবদের জন্য দেওয়া কোটি কোটি টাকা নিজের পকেটে ভরেছে তৃণমূল নেতারা। যে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষদের টাকা লুঠ করছে, ২রা মে-র পর সব টাকা বের করা হবে। সেই টাকা বাংলার উন্নয়নে কাজে লাগানো হবে।'
এদিন যোগী আরও বলেন, 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ৬০০ হাজার টাকা থেকে বঞ্চিত বাংলার কৃষকরা। মমতা দিদি কৃষকদের কথা চিন্তা করেন না, তাই তাঁদের এই সাহায্য পেতে দেন না। কৃষকদের যারা শোষণ করে, দিদির সহানুভূতি তাদের প্রতি আছে।’
তিনি আরও জানিয়েছেন ' অযোধ্যাতে রাম মন্দির নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। কংগ্রেসের কিছু করেনি, মোদি জি এসেই রাম মন্দির নিয়ে সমস্ত সমস্যার সমাধান করে দিল। তেমনই বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলার কুশাসন এর অবসান হবে। উন্নয়ন শুরু হবে, সমস্ত সমস্যার সমাধান হবে।
এদিন যোগী আরও বলেন, 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ৬০০ হাজার টাকা থেকে বঞ্চিত বাংলার কৃষকরা। মমতা দিদি কৃষকদের কথা চিন্তা করেন না, তাই তাঁদের এই সাহায্য পেতে দেন না। কৃষকদের যারা শোষণ করে, দিদির সহানুভূতি তাদের প্রতি আছে।’
তিনি আরও জানিয়েছেন ' অযোধ্যাতে রাম মন্দির নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। কংগ্রেসের কিছু করেনি, মোদি জি এসেই রাম মন্দির নিয়ে সমস্ত সমস্যার সমাধান করে দিল। তেমনই বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলার কুশাসন এর অবসান হবে। উন্নয়ন শুরু হবে, সমস্ত সমস্যার সমাধান হবে।
Leave A Comment