27ºc, Haze
Saturday, 13th August, 2022 11:57 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বস্তিতে আর কোনওভাবেই থাকা যাচ্ছে না। থাকতে দিচ্ছে না কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের করোনা (COVID-19) বুলেটিন।
বুধবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার, ২৮ জুন সকাল আটটা থেকে বুধবার, ২৯ জুন সকাল আটটা পর্যন্ত) করোনায় (COVID-19) প্রাণ হারিয়েছেন ৩০জন। তার আগের ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২১জন। আর ৪৮ ঘণ্টার ব্যবধানে করোনায় (COVID-19) নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় তিন হাজারের কাছাকাছি (২,৯০২)। এই নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪, ৩৪,৩৩, ৩৪৫। আর ৪৮ ঘণ্টার ব্যবধানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৪, ৫০৬। আর মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫, ০৭৭।
দৈনিক আক্রান্ত, মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে, যা আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবারের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা বেড়ে হয়েছে ৯৯, ৬০২। করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও গত ২৪ ঘণ্টায় অনেকটাই কম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার, ২৮ জুন সকাল আটটা থেকে বুধবার, ২৯ জুন সকাল আটটা পর্যন্ত) মাত্র ১১, ৫৭৪ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরেছেন।
করোনার(COVID-19) বিরুদ্ধে জয়ে একমাত্র হাতিয়ার টিকা। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা পেয়েছেন ১৩, ৪৪, ৭৭৮ জন। আর মোট টিকা প্রাপকের সংখ্যা ১, ৯৭, ৪৬, ৫৭, ১৩৮।
আরও পড়ুন রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সাড়ে নয়শো ছাড়াল, শনাক্তের হার ১০ শতাংশ ছুঁইছুঁই