27ºc, Haze
Sunday, 14th August, 2022 12:40 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনার দৈনিক সংক্রমণ আপাতত তিন হাজারের ঘরে ঘোরাফেরা করলেও উদ্বেগ বাড়াচ্ছে এই ভাইরাসে সক্রিয় (Active) রোগীর সংখ্যা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে। বর্তমানে দেশে সক্রিয় (Active) রোগীর সংখ্যা প্রায় ২৭ হাজারের কাছাকাছি, (২৬, ৯৭৬)। অ্যাক্টিভ কেসের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চিকিৎসকমহল সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। যে তথ্য ভীতিপ্রদ তা হল, মুম্বইয়ে মোট সক্রিয় (Active) রোগীর সংখ্যা মহারাষ্ট্রের দ্বিগুন।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় (সোমবার, ০৬.০৬.২২, সকাল আটটা থেকে মঙ্গলবার ০৭.০৬.২২ সকাল আটটা পর্যন্ত করোনায় (COVID) নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭১৪ জন। এই সংখ্যাটা সোমবারের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২৫১৩জন। একই সময়ে করোনার বলি সাত। আর অ্যাক্টিভ কেসের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১২শোর বেশি। করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,২৪,৭০৮ । পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন মোট ৪,২৬,৩৩,৩৬৫ জন।
তবে মহারাষ্ট্রের পাঁচ জেলা এখনও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পাঁচ জেলা হল পালঘর, থানে, মুম্বই, রায়গড় এবং পুনে। মহারাষ্ট্রে মে মাসের ২৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২০৭০। আর ৩০ মে থেকে ৫ জুন সেই সংখ্যাটা কার্যত দ্বিগুন (৪৮৮০)। এই পরিসংখ্যান দেখে চিকিৎসকমহল উদ্বেগ প্রকাশ করছে। করোনাকে জয় করতে টিকাই একমাত্র হাতিয়ার। কেন্দ্র সে কারণে টিকার ওপর জোর দিচ্ছে।
আরও পড়ুন করোনার দৈনিক সংক্রমণ পাঁচ হাজারের ঘর স্পর্শ করা শুধু সময়ের অপেক্ষা