24ºc, Haze
Wednesday, 1st February, 2023 12:56 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শীত পড়তে না পড়তেই দেশে ফের প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠতে শুরু করেছে। দৈনিক সংক্রমণ যেমন বাড়ছে তেমনই শনাক্তের হারও দীর্ঘদিন বাদে দুই শতাংশ ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি ওমিক্রনের দাপটও বাড়ছে। এমতাবস্থায় ফের দেশে লকডাউন জারির ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সংক্রমণ পরিস্থিতি যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে ফের লকডাউন জারির চিন্তাভাবনা করা হবে।’
গত কয়েকদিন ধরে যেভাবে মারণ ভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে, তাতে অশনিসঙ্কেত দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতির অবনতি ঘটলেও সাধারণ মানুষ যেভাবে কোভিড বিধিকে শিঁকেয় তুলে রেখে উৎসবে মেতে উঠেছেন, তাতে ফের দেশে মারণ ভাইরাসের ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের শীর্ষ মহলের কাছে অনুরোধও জানিয়েছেন তাঁরা।
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি যাতে মেনে চলা হয়, তার জন্য প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংস দেশে করোনার নয়া প্রজাতি ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ শুরু হওয়ার কথা জানালেও তা মানতে রাজি হননি স্বাস্থ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘ওমিক্রনে আক্রান্তের নিরিখে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভাল।’ মারণ ভাইরাসের হাত থেকে দেশের সাধারণ মানুষকে বাঁচাতে চলতি মাসে চার কোটি টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।