32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:43 pm
নিজস্ব প্রতিনিধি: পুজো মিটতেই ফের বঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। গত তিনদিন যে গ্রাফ নিম্নমুখী ছিল তা এবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বঙ্গে। ছুটির দিন রবিবারে একলাফে অনেকটাই বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ।
এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। একদিনে নতুন করে ২৭ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৬২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮০ হাজার ৫৩০ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অর্থাৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২ দশমিক ৩০ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে একদিনে করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১৪ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৯৭৭ জন।’
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৬৩৪ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হলেন ১৫ লক্ষ ৫৪ হাজার ১৩২ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩৩ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ২৪টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৪২১ জনে।’ যদিও সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে সেই কলকাতায়। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছ উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৮ জন।