-273ºc,
Friday, 2nd June, 2023 7:48 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে শুরু হল কোভিডের মকড্রিল। পাঁচ দেশে করোনায় আচমকা বৃদ্ধি এবং ভারতে করোনাকে কেন্দ্র করে আচমকা সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হলে যুদ্ধকালীন তৎপরতায় কীভাবে তার মোকাবিলা করা যাবে, সেটা হাতে-কলমে খতিয়ে দেখতে মঙ্গলবার সকাল থেকে রাজধানী দিল্লি-সহ সব রাজ্যে শুরু হয় করোনার মকড্রিল।
এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য গিয়েছিলেন দিল্লির সফদরজং হাসপাতালে। সঙ্গে ছিলেন স্বাস্থ্য দফতরের পদস্থকর্তারা। হাসপাতালের করোনা চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো খতিয়ে দেখেন। কথা বলেন সেখানকার চিকিৎসকদের সঙ্গে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পদস্থকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কেন কোভিডের মকড্রিল, সেটা অ্যাসোসিয়েশনের কর্তাদের জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশ কয়েকটি দেশে আচমকাই করোনা সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়তে শুরু হয়েছে। ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক না হলেও কেন্দ্র কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। বিমানবন্দরে কড়া নজরদারি পাশাপাশি সব রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হতেই পারে, ভারতে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্য়া। পরিস্থিতি সামাল দিতে যাতে কোনও অসুবিধে না হয়, তার জন্য এই মকড্রিল। দিল্লির পাশাপাশি একই দিনে সব রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন COVID-19: আচমকাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, বলি দুই