27ºc, Haze
Saturday, 13th August, 2022 11:12 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনার দৈনিক সংক্রমণ স্বস্তিতে রাখলেও সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে গেল। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথা বলছে।
এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার, ২৮ মে সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় (Coronavirus) নতুন করে সংক্রমিত হয়েছেন ২,৬৮৫ জন। সংখ্যাটা আগের দিনের তুলনায় অনেকটা কম। একই সময়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৩ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ২৪ হাজার ৫৭২। এর মধ্যে দিল্লিতে (Delhi) আক্রান্তের সংখ্যা ৪৪৫। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ৫৩৬ (536) জন। দৈনিক আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও সক্রিয় রোগীর সংখ্যা একদিনে অনেকটাই বেড়েছে। দেশে অ্যাক্টিভ (Active Case) কেস বেড়ে হয়েছে ০.০৪ শতাংশ।
সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ৪ কোটি ২৬ লক্ষ ৯ হাজার ৩৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ২,১৫৮ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ১৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি। দেশের কোনও প্রান্তেই আপাতত কোনও বিধিনিষেধ নেই। ফলে, করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য দেওয়া হচ্ছে টিকা। এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ১৩ লক্ষের বেশি করোনার ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন স্বস্তি, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত মাত্র ২২ জন