27ºc, Haze
Saturday, 13th August, 2022 11:23 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের খোলস ছাড়াচ্ছে দৈত্য করোনা (COVID-19)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শুক্রবারের বুলেটিন সেকথাই বলছে। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার, ০২.০৬.২২ সকাল আটটা থেকে শুক্রবার ০৩.০৬.২২ সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪, ০৪১ জন। একই সময়ে মৃত্য হয়েছে ১০ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি লাফিয়ে বাড়ছে পজিটিভিটি রেট। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ০.৮৪ শতাংশ।
চিন্তার কারণ হয়ে উঠেছে মহারাষ্ট্র এবং কেরল। এই দুই রাজ্য থেকে সব চেয়ে বেশি করোনায় আক্রান্তের খবর এসেছে। পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সম্প্রতি সংক্রমণ বাড়ছে বলে জানা গিয়েছে। কোভিডের প্রথম ও দ্বিতীয় ধাক্কায় যেসব রাজ্যে পরিস্থিতি ততটা উদ্বেগজনক হয়নি, সেখানেও এবার থাবা বসিয়েছে নয়া স্ট্রেন।
প্রশ্ন উঠছে, করোনা বিধি শিথিল করার জন্যই কী দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে? সংক্রমণ যে হারে বাড়েছে তাতে এই প্রশ্নটা আরও মারাত্মকভাবে উঠে আসছে। যদিও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে নতুন করে করোনা (COVID-19) বিধি কার্যকর করার ব্যাপারে চিন্তাভাবনা করেনি। কেন্দ্র করোনার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র করেছে টিকাকে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শুক্রবারের বুলেটিন অনুসারে, ইতোমধ্যে ১৯৩ কোটি ৮৩ লক্ষের বেশি ডোজ পেয়ে গিয়েছেন দেশবাসী। চলছে প্রবীণদের বুস্টার ডোজ এবং কমবয়সিদের প্রথম ও দ্বিতীয় ডোজ। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, ৫ থেকে ১২ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার। যদিও তার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি কেন্দ্র।
আরও পড়ুন Covid: ভয়াবহ! একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল তিন হাজারের ঘর