27ºc, Haze
Sunday, 14th August, 2022 12:52 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের চোখ রাঙাচ্ছে করোনা। মে মাসের শেষের দিক থেকে করোনার দৈনিক সংক্রণ অল্প অল্প করে বাড়তে শুরু করে। তিন হাজারের ঘর পেরিয়ে সেটা এখন চার হাজারের ঘরে। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় (শনিবার, ০৪.০৬. ২২ সকাল আটটা থেকে রবিবার ০৫.০৬.২২ সকাল আটটা পর্যন্ত) এই ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২৭০ জন। শনিবার এই সংখ্যা ছিল ৩৯৬২। তুলনামূলকভাবে মৃতের সংখ্যা শনিবারের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন।
গতকালের তুলনায় দৈনিক করোনা (Corona) সংক্রমণ বেড়েছে সাত শতাংশ, যা রীতিমতো উদ্বেগজনক। বিগত দিন ধরে সুস্থতার হারও নিম্নমুখী। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে ২৪, ০৫২। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২৬১৯ জন। সুস্থতার হার এ নিয়ে ৯৮.৭৩ শতাংশ।
সংক্রমণ আচকমা বেড়ে যাওয়ায় পাঁচ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র । এই পাঁচ রাজ্য হল তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্র। কেন্দ্রের তরফ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘করোনার (COVID) বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিল গোটা দেশ। সেই লডা়ইয়ের সুফল আমরা সকলেই ভোগ করছি। কিন্তু সম্প্রতি পাঁচ রাজ্যে দৈনিক সংক্রমণ একলাফে অনেকটা বেড়ে গিয়েছে, যা রীতিমতো উদ্বেগের। সংক্রমণ যাতে মারাত্মক আকারে ছড়িয়ে না পরে তার জন্য সময় থাকতে থাকতে যেন পদক্ষেপ গ্রহণ করা হয়।
আরও পড়ুন COVID-19: বাড়ছে সংক্রমণ, উদ্বিগ্ন কেন্দ্র, পাঁচ রাজ্যকে চিঠি