27ºc, Haze
Sunday, 14th August, 2022 12:46 am
নিজস্ব প্রতিনিধি, দিল্লি: দেশে করোনার (corona) দৈনিক সংক্রমণ এখন আট হাজার পেরিয়ে নয় হাজারের ঘরের দিকে এগোচ্ছে। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে।
এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (১১.০৬.২২ সকাল আটটা থেকে ১২.০৬.২২ সকাল আটটা পর্যন্ত) করোনায় (corona) নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে আট হাজারের বেশি (৮, ৫৮২)। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪, ৩২,২২.০১৭। একই সময়ে করোনায় (corona)প্রাণ হারিয়েছেন চারজন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৫, ২৪, ৭৬১। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি করোনায় সক্রিয় রোগীর সংখ্যাও উল্লেখজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
একই সময়ে করোকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪, ৪৩৫। এই সুস্থতার হার কিছুটা হলেও আমাদের স্বস্তিতে রেখেছে। তবে দৈনিক আক্রান্তের সংখ্য়া বৃদ্ধি পাওয়ার পাশাপাশি করোনা সক্রিয় রোগীর (active case( সংখ্যাও গত ২২৪ ঘণ্টায় এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। আগের ৪৮ ঘণ্টা করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৪০, ৩৭০। আর পরের ৪৮ ঘণ্টায় সেটা বেড়ে হয়েছে ৪৪,৫১৩। এই সংখ্যাটাও চিকিৎসকমহলকে ভাবিয়ে তুলছে।
মহারাষ্ট্র এবং কেরলে করোনায় (corona)দৈনিক আক্রান্তের সংখ্য়া ক্রমশ উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে যত জন আক্রান্ত হয়েছেন তার অর্ধেক এই দুই রাজ্য মিলিয়ে। শনিবার মহারাষ্ট্রে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২,৯২২। করোনার বিরুদ্ধে লডা়ইয়ে শক্তি দিচ্ছে টিকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ১৯৫ কোটি।
আরও পড়ুন দিল্লি, মুম্বইতে করোনার বেলাগাম সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে