-273ºc,
Saturday, 3rd June, 2023 11:10 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণ অব্যাহত। আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ সামান্য নিম্নমুখী হলেও একদিনে নতুন করে আরও ২ হাজার ৯৯৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত বৃহস্পতিবার ৩ হাজার ১৬ জন এবং শুক্রবার ৩ হাজার ৯৫ জন নতুন করে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে শনিবার সকালে এক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আরও এক লক্ষ ৪৩ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৫ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা ফের ঊর্ধ্বমুখী। সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ১৬ হাজার ৩৫৪ জন। যার ফলে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৭ জনে।’
অন্যদিকে রাজ্যে করোনা ফের বেলাগাম হতেই তামিলনাডুর সমস্ত সরকারি হাসপাতালে এদিন থেকেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পরিস্থিতির ওপরে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।