এই মুহূর্তে

রাজ্যে দৈনিক সংক্রমণ ৬ হাজারের গণ্ডি ছাড়াল, শনাক্তের হার ১৫.৯৩ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: কড়া বিধিনিষেধ ঘোষণার দিনেই রাজ্যে প্রাণঘাতী ভাইরাসের বেলাগাম সংক্রমণ ছয় হাজারের গণ্ডি টপকে গেল। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন। তার মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। শুধু তাই নয়, শনাক্তের হার এক ধাক্কায় ১৬ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে। অর্থা‍ৎ প্রতি ছয়জনের একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

গত সোমবার সপ্তাহ শুরুর দিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৩৯ জন। তার পর থেকেই শুরু হয়েছিল মারণ ভাইরাসের বেনজির তাণ্ডব। মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭৫২। পরের দিন বুধবার একদিনে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮৯ জন। ২৪ ঘন্টা বাদে বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছিল ২ হাজার ১২৮ জনে। শুক্রবার বর্ষবিদায়ের দিনে দৈনিক সংক্রমণ দাঁড়িয়েছিল ৩ হাজার ৪৫১-তে। শনিবার বর্ষবরণের দিনে সাড়ে চার হাজারের গণ্ডি ছাড়িয়েছিল দৈনিক সংক্রমণ। আর রবিবার ছুটির দিনে তা ছয় হাজারের গণ্ডি ছাড়াল। অর্থা‍ৎ এক সপ্তাহে দৈনিক সংক্রমণ ১৫ গুণ বেড়েছে।

এদিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আরও ৩৮ হাজার ৬৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ২ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ৪৭টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশে। যার ফলে ৬ হাজার ১৫৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। রাজ্যে এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন ১৬ লাখ ৪৯ হাজার ১৫০ জন। দৈনিক সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠলেও দৈনিক মৃত্যু অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও সাতজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৯ হাজার ৭৭৩ জন।’

কল্লোলিনী তিলোত্তমায় পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। কলকাতার লাগোয়া উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণ বেনজির তাণ্ডব চালাতে শুরু করেছে। ওই জেলায় দৈনিক সংক্রমণ ফের হাজারের ঘর ছোঁয়ার মুখে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯৪ জন। গঙ্গার পশ্চিমপাড়ে থাকা হাওড়ায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫৯৫ জন। হুগলিতে ২১৮ ও দক্ষিণ ২৪ পরগনায় ২৮০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

করোনার দৈনিক সংক্রমণ যেমন ভয়াবহ হয়ে উঠছে, তেমনই সক্রিয় রোগীর সংখ্যাও হু-হু করে বাড়ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪০৭ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন ১৬ লক্ষ ১২ হাজার ৩৩১ জন। সুস্থতার হার কমে হয়েছে ৯৭ দশমিক ৭৭ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ৩ হাজার ৭৩৮টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৩৮ জন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দইয়ের পর এবার হুগলীর ঘুগনিতে মুগ্ধ রচনা, খেলেন আবার খাওয়ালেনও

‘ভগবানের’ প্রার্থীপদ খারিজের দাবি তৃণমূলের, নেপথ্যে মৃত্যু কামনা

ভাটপাড়া থেকে নিখোঁজ ছাত্রীকে বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ

হরিশচন্দ্রপুরের জমির সমস্যাকে কেন্দ্র করে দুষ্কৃতী হামলা ,এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনা কেন্দ্রের

বিজেপিকে হতাশ করিলেন রেখা, পাচ্ছেন স্বাস্থ্যসাথীর সুবিধা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর