এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

স্বস্তি, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ৫০০-র গণ্ডির নিচে নামল

নিজস্ব প্রতিনিধি: মা দুর্গার বিদায়ের দিনেই করোনা সংক্রমণ নিয়ে বড়সড় স্বস্তি মিলল। গত ২৪ ঘন্টায় রাজ্যে যেমন দীর্ঘদিন বাদে করোনার দৈনিক সংক্রমণ পাঁচশোর গণ্ডির নিচে নেমেছে, তেমনই কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫১ জন আর প্রাণ হারিয়েছেন ৮ জন। শুধু তাই নয়, অনেকটা স্বস্তি মিলেছে পজিটিভিটি রেট অর্থা‍ৎ শনাক্তের হারেও। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ১৩ শতাংশে। যেখানে আগের দিন শনাক্তের হার ছিল ২ দশমিক ৯৩ শতাংশে।

প্রাণের উ‍ৎসব দুর্গাপুজোকে ঘিরে গত এক সপ্তাহ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে উ‍ৎসবে মেতে উঠেছিল আপামর বাঙালি। কলকাতার পুজোমণ্ডপগুলিতে ভিড় উপচে পড়েছিল। আর সেই ভিড়ে শারীরিক দুরত্ব বিধি ও কোভিড বিধি লঙ্ঘনের ছবিও দেখা গিয়েছে। ফলে আশঙ্কিত হয়ে পড়েছিলেন চিকি‍ৎসকদের একাংশ। অনেকের আশঙ্কা ছিল, পুজোর পরেই রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। কিন্তু উ‍ৎসবে মাতোয়ারা আমজনতা পাল্টা যুক্তি হাজির করে বলেছিলেন, ‘যাঁর আরাধনার জন্যই উ‍ৎসবে মেতে ওঠা, সেই মা দুর্গা-ই সবাইকে করোনার থাবা থেকে রক্ষা করবেন।’

ষষ্ঠী থেকেই রাজ্যে করোনায় শনাক্তের হার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। নবমীর দিনে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছিল ২ দশমিক ৯৩ শতাংশে। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, দশমীতে শনাক্তের হার তিন শতাংশ ছাড়িয়ে যাবে। কিন্তু শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন কিছুটা হলেও সেই আশঙ্কা থেকে মুক্তি দিল।

স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে ১৪৯টি ল্যাবরেটরিতে ২১ হাজার ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৪৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৯ হাজার ৪৬৩ জনে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ৮ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৯৫৩ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫০৬ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৫২ হাজার ৯৯৭ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩২ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৬৩টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৫১৩ জনে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের দাপট আগামী ৫ দিন জারি থাকবে

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা নিয়ে বৈঠকে মুখ্যসচিব

ভরা গ্রীষ্মের দুপুরে কোচ বিভ্রাটে ধাক্কা মেট্রোর পরিষেবায়

১৪’র ভোটে হারা প্রার্থীকেই ফের অভিষেকের বিরুদ্ধে দাঁড় করাল বিজেপি

শোভাযাত্রার নামে রামনবমীতে কোনও বাইক মিছিল চলবে না কলকাতায়

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস, ১৯ এপ্রিল ভোটের দিন উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর