24ºc, Haze
Thursday, 23rd March, 2023 2:53 am
নিজস্ব প্রতিনিধি, জম্মু: জম্মু-কাশ্মীরবাসী আমায় গ্রেনেডের পরিবর্তে দিয়েছে ভালোবাসা। এই ভালোবাসা পেয়ে আমি অভিভূত।
ভারত জোড়া যাত্রার সমাপ্তি অধিবেশনের ভাষণ এভাবেই শুরু করলেন রাহুল গান্ধি। আবহাওয়া দফতর ভারী তুষারপাতের পূর্বভাস দিয়েছিল। সেই পূর্বাভাস মিলিয়ে বেলার দিকে শুরু হয় তুষারপাত। আশঙ্কা ছিল সমাপ্তি অনুষ্ঠান ভেস্তে যাওয়ার। সেই আশঙ্কা ভ্রান্ত প্রমাণ করে রাহুল তাঁর ভাষণ শুরু করে।
যুবরাজ বলেন, পদযাত্রায় অনেক কিছু শিখতে পেরেছি। যেখানে গিয়েছি, সেখান থেকে পেয়েছি জনতার সমর্থন। আর কাশ্মীরে এসে যা পেলাম তা এককথায় অভূতপূর্ব। এরা গ্রেনেডের পরিবর্তে উপহার দিয়েছে ভালোবাসা।
রাহুল বলেন, এই কর্মসূচি কংগ্রেসের হলেও এই কর্মসূচি আসলে জনতার। এই কর্মসূচির পরিকল্পনা দীর্ঘদিনের সেটা জানাতে গিয়ে যুবরাজ জানান, কয়েক বছর ধরে আমার সকালে আট থেকে ১০ কিলোমিটার দৌড়ের অভ্যাস রয়েছে। তাই, কন্যাকুমারী থেকে কাশ্মীর পদযাত্রা কর্মসূচি নিলে অসুবিধে হবে না সে ব্যাপারে নিশ্চিত ছিলাম। বিঁধেছেন বিজেপিকেও। বলেন, শাসকদলের পক্ষে কোনওভাবেই এই ধরনের কর্মসূচি নেওয়া সম্ভব নয়। তারা নেবেও না। কারণ, বিজেপি জনতার দুয়ারে যেতে ভয় পায়। তাছাড়া যারা হিংসায় বিশ্বাস করে তারা হিংসার যন্ত্রণা উপলব্ধি করতে পারে না।
রাহুল গান্ধির ভাষণ শুরুর আগে বক্তব্য রাখেন বোন প্রিয়ঙ্কা। বোনের ভাষণের প্রসঙ্গ টেনে যুবরাজ জানান, ওর কথা শুনে আমার চোখে জল এসে গিয়েছিল।
আরও পড়ুন রাহুলের ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন ওমর আবদুল্লা