28ºc, Haze
Tuesday, 28th March, 2023 10:48 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় কিছুটা হলেও কমল। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য় ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ১১ নভেম্বর সকাল আটটা থেকে শুক্রবার ১২ নভেম্বর সকাল আটটা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়েছেন ১২, ৫১৬ জন। বৃহস্পতিবারের তুলনায় হ্রাস পেয়েছে ৪.৩ শতাংশ।
তবে মৃতের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, মারণ ভাইরাসে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫০১ জন। দেশে এখনও অবধি করোনার বলি ৪ লক্ষ ৬২ হাজার ৬৯০ জন।
তবে অ্যাকটিভ কেস হ্রাস পাওয়ায় কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য় ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৩৭ হাজার ৪১৬ জন। যা গত ২৬৭ দিনে সর্বনিম্ন। দেশজুড়ে ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার (৯৮.২৬ শতাংশ)। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ১৪ হাজার ৮০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ১৫৫ জন। উৎসবের মরশুমে গতি হারিয়েছিল টিকাকরণ। যা ফের স্বাভাবিক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৫৩ লক্ষের বেশি মানুষ। এখনও পর্যন্ত গোটা দেশে টিকা দেওয়া হয়েছে ১১০ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ২২৫ ডোজ।