এই মুহূর্তে




দূষণই কাল! ভারতে ১৭ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করছে




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: প্রকাশিত হয়েছে ভারতের ২০১৯-২১ সালের জনসংখ্যাগত স্বাস্থ্য জরিপ। তাতে দেখা গিয়েছে যে দেশে ১৩ শতাংশ শিশু সময়ের আগে জন্মগ্রহণ (Premature baby) করেছে। ১৭ শতাংশ শিশু জন্মের সময় কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। এর কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রবল বায়ু দূষণ। সেই কারণেই এমন প্রতিকূল জন্মগত পরিণতি দেখা দিচ্ছে।

দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুম্বইয়ের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেস এবং ব্রিটেন ও আয়ারল্যান্ডের ইনস্টিটিউটের গবেষকরা গর্ভাবস্থায় বায়ু দূষণের সংস্পর্শে প্রসবের ফলাফল কীভাবে প্রভাবিত হয় তা বিশ্লেষণ করার জন্য জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ-৫ এবং রিমোট সেন্সিং ডেটা পর্যালোচনা করেছেন।

পর্যালোচনা শেষে দলটির বক্তব্য গর্ভাবস্থায় PM2.5 এর সংস্পর্শে আসার ফলে জন্মের সময় কম ওজন হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ এবং সময়ের আগেই প্রসবের সম্ভাবনা ৭০ শতাংশ  বেড়ে গিয়েছে।

বৃষ্টিপাত এবং তাপমাত্রার মতো জলবায়ুগত পরিস্থিতির প্রতিকূল ফলাফলের সঙ্গে আরও বেশি সম্পর্ক রয়েছে বলে দেখা গিয়েছে। PLoS গ্লোবাল পাবলিক হেলথ জার্নালে প্রকাশিত এই গবেষণায় আরও দেখা গিয়েছে যে ভারতের উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে বসবাসকারী শিশুদের শারীরিক সমস্যা পরিবেশগত বায়ু দূষণের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।

২.৫ মাইক্রনের কম ব্যাসের সূক্ষ্ম কণা পদার্থ ২.৫ (PM2.5) সবচেয়ে ক্ষতিকারক বায়ু দূষণকারী হিসাবে বিবেচিত হয়। এর উৎস হল জীবাশ্ম জ্বালানি এবং জৈববস্তু দহন।

গবেষকরা উত্তর প্রদেশ, বিহার, দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানার মতো উচ্চ গাঙ্গেয় অঞ্চলে PM2.5 দূষণকারী পদার্থের উচ্চ মাত্রা এবং দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে নিম্ন স্তরের প্রাণীর উপস্থিতি খুঁজে পেয়েছেন।

হিমাচল প্রদেশ (৩৯ শতাংশ), উত্তরাখণ্ড (২৭ শতাংশ), রাজস্থান (১৮ শতাংশ) এবং দিল্লি (১৭ শতাংশ) এর মতো উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে সময়ের আগে জন্মানোর প্রবণতা বেশি দেখা গিয়েছে। মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায় এই প্রবণতা অনেক কম। পঞ্জাবে কম ওজনের জন্মের প্রবণতা সবচেয়ে বেশি, প্রায় ২২ শতাংশ। তারপরেই রয়েছে দিল্লি, দাদরা ও নগর হাভেলি, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ।

গবেষকরা বলছেন, “জাতীয় পারিবারিক স্বাস্থ্য জরিপ এবং রাস্টার চিত্র থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে, গবেষণায় বিভিন্ন পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং স্থানিক মডেল ব্যবহার করা হয়েছে যাতে জরায়ুতে বায়ু দূষণের সংস্পর্শ এবং জন্মের ফলাফলের মধ্যে সম্পর্ক স্পষ্ট করা যায়।”

গবেষকদের দলটি আরও জানিয়েছে যে জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ-৫ এর আগের পাঁচ বছরে জন্মগ্রহণকারী ১৮ শতাংশ শিশুর জন্মের সময় কম ওজন ছিল। এই বিষয়ে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। দূষণ না কমালে আর রেহাই নেই সেকথা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে এই গবেষণা থেকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরু পদদলিতের ঘটনায় রিপোর্ট জমা দিল কর্ণাটক সরকার

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

‘বাক-স্বাধীনতার ঊর্ধ্বে জীবনের অধিকার’, সুপ্রিমকোর্টের ধমক খেলেন ‘উদয়পুর ফাইলস’-এর নির্মাতারা

অবিশ্বাস্য! মাত্র ২৪ ঘণ্টাতেই আইটিআর রিফান্ড, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ