এই মুহূর্তে




দিল্লিতে ১৪ বছরের নাবালককে বিবস্ত্র করে হত্যা, অভিযুক্ত ৮




নিজস্ব প্রতিনিধি, দিল্লি: নৃশংসতার শিকার ১৪ বছরের কিশোর। এক ভয়াবহ ঘটনার খবর সামনে এসেছে। ৮ জন মিলে ১৪ বছর বয়সী ওই নাবালককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ওই ৮ জনের মধ্যে আবার চার কিশোরও রয়েছে। তারা সকলে পালা করে একাধিকবার ছুরিকাঘাত করে ওই নাবালককে। নিহত নাবালকের নগ্ন দেহ উত্তর দিল্লির হায়দারপুর এলাকায় একটি খালে ফেলে দেয়। সিরাসপুরের জীবন পার্কের বাসিন্দা ওই নাবালককে অপহরণ করা হয়েছিল প্রথমে। কর্মকর্তারা জানিয়েছেন, ১ জুলাই মুনাক খালের কাছে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। তার দেহে একাধিক ছুরিকাঘাতের ক্ষত ছিল। গলায় একটি স্কার্ফ বাঁধা ছিল।

দিল্লি জল বোর্ডের জল শোধনাগারের কাছে একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে বিকেল ৩:১০ মিনিটের দিকে একটি পিসিআর কল আসে। খবর পেয়ে পুলিশের একটি দল জল শোধনাগারের কাছে গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে উদ্ধারের সময় দেহতে আংশিকভাবে পচন ধরেছিল।

“প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে, একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য একাধিক দল গঠন করা হয়েছে,” জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (আউটারনর্থ) হরেশ্বর ভি স্বামী জানিয়েছেন।

এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে ফোন লোকেশন ট্র্যাক করে প্রথমে দুজনকে আটক করা হয়। তারাই এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত। তাদের মধ্যে একজনের নাম কৃষ্ণ ওরফে ভোলা (১৯)। অন্যজনও নাবালক, সে মৃত কিশোরের সঙ্গে একই এলাকায় বসবাস করত।

পুলিশ সূত্রে খবর, গত বছর কৃষ্ণকে দুই স্থানীয় সমাজবিরোধী মনু এবং সোনু আক্রমণ করেছিল। কৃষ্ণর সন্দেহ ছিল যে মৃত কিশোরই মনু ও সোনুকে তার সম্পর্কে তথ্য প্রদান করত। সন্দেহ ও রাগ থেকেই সে বন্ধুদের সঙ্গে মিলে কিশোরকে হত্যার চেষ্টা করে।

২৯ এবং ৩০ জুনের মধ্যরাতে কৃষ্ণ এবং আরও সাতজন বীর চক বাজারের কাছে ওই কিশোরকে অপহরণ করে খালের ধারে নিয়ে যায়। সেখানে স্কার্ফ দিয়ে মুখ ও হাত বেঁধে তার পোশাক খুলে ফেলে। তারপর প্রত্যেকে ছুরি দিয়ে কিশোরকে আঘাত করে। তারপর প্রাণহীন অবস্থায় তার মৃতদেহ জলে ফেলে দিয়ে চলে যায়।

তদন্ত চালিয়ে পুলিশ অশ্মিত ওরফে অশ্বানী (১৮) সহ আরও তিনজনকে গ্রেফতার করেছে। অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে, পুলিশ জানিয়েছে। আরও দুই সন্দেহভাজন – মনু এবং মোহিতকে ধরতে তল্লাশি চলছে। তারা হরিদ্বারে পালিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে উত্তরাখণ্ডে দল পাঠিয়েছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পণের জন্য নরক হয়েছে জীবন, দেহে খুনিদের নাম লিখে আত্মহত্যা গৃহবধূর

নজিরবিহীন! ১২ বছরের নাবালকের কথা শুনে নিজের ভুল স্বীকার করে রায় বদলাল সুপ্রিম কোর্ট

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

নাতিকে নিয়ে বেপাত্তা রুশ পুত্রবধূ, লুকআউট নোটিস জারির নির্দেশ শীর্ষ আদালতের

নতুন ঘর বাঁধার স্বপ্ন! স্বামীকে ফাঁসাতে মেয়েকে খুন করল মা, দেহের সামনে ৩৬ ঘণ্টা ধরে চলল উল্লাস

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ