-273ºc,
Friday, 2nd June, 2023 9:54 pm
নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সেনার রক্তে আবারও ভিজল ভূস্বর্গের মাটি। জানা যাচ্ছে জম্মু-কাশ্মীর সীমান্তরেখার খুব কাছে মাইন বিস্ফোরণ ঘটে শনিবার বিকেলে। এই বিস্ফোরণেই দুজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের নওশেরা-সুন্দরবাণী সেক্টরে। সেনা সূত্রে খবর, ওই বিস্ফোরণে দুজনের মৃত্যুর পাশাপাশি ৩ জন গুরুতর আহতও হয়েছেন। আহত ওই ৩ সেনা জওয়ানের কাশ্মীর সেনা হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে সেনা সূত্রে খবর।
সেনা সূত্রে খবর, জম্মু কাশ্মীরের ওই নওশেরা-সুন্দরবাণী সেক্টরে বিগত ৩ শপথ ধরে জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছেন চারতিয় সেনা। নওশেরা সেক্টরের রাজৌরি জেলার অধীনে আসে পিরপাঞ্জাল এলাকা। এই এলাকাতেই সম্প্রতি ঘাঁটি বানিয়েছে পাক অনুপ্রবেশকারী জঙ্গিরা। তাই দীর্ঘ ৩ সপ্তাহ ধরে এই অঞ্চলে চলছে জঙ্গি দমন অভিযান। জানা যাচ্ছে, শনিবার বিকেলে যখন ওই অঞ্চলে টহলদারি চালাচ্ছিল ভারতীয় সেনার একটি দল তখনই ওই এলাকায় পেতে রাখা ল্যান্ডমাইনে পা পড়ে যায় এক সেনা জওয়ানের। সঙ্গে সঙ্গে সেটি ফেটে যায় এবং এই বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান ভারতীয় সেনার দুই জওয়ান। গুরুতর আহত হন আরও ৩ জন। তাঁদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সেনাবাহিনীর এক উচ্চপদস্থ অফিসার এই ঘটনা প্রসঙ্গে জানিয়ছেন, ওই এলাকায় জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে সেনার কাছে সেই খবর থাকলেও ওই এলাকায় যে ল্যান্ডমাইন বিছিয়ে রাখা হয়েছে সেই খবর কারোর কাছে ছিল না। তার জেরেই এই দুর্ঘটনা কোনওভাবেই এড়ানো যায়নি।