এই মুহূর্তে




তালাবন্ধ ঘরে মলমূত্রে মাখামাখি, বৃদ্ধাশ্রম থেকে উদ্ধার ৩৯ জন বৃদ্ধ-বৃদ্ধা




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: মানুষের জীবনে বার্ধক্য সবচেয়ে বেশী সময়ের। সারা জীবন সংসার সন্তান সামলে যখন জীবনে জরা আসে তখন আর ঠাঁই হয় না সন্তানের সংসারে। বাড়তি মানুষটির জায়গা হয় বৃদ্ধাশ্রমে। সম্প্রতি নয়ডার একটি বৃদ্ধাশ্রমের চিত্র চমকে দিয়েছে সবাইকে।

নয়ডার সেক্টর ৫৫-এর আনন্দ নিকেতন বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের পাওয়া গিয়েছে একেবারে করুন ভাবে। বৃদ্ধাবস্থায় পৌঁছে যাওয়া মানুষগুলোকে বন্ধ করে রাখা হয়েছে একটি ঘরে। দেখাশোনার জন্য কেউ নেই। কারও কারও পোশাক মূত্রে ভেজা, কারও বা পোশাকে লেগে রয়েছে মলের দাগ। কারও অঙ্গে একটা সুতো পর্যন্ত নেই।

ভাইরাল হওয়া বৃদ্ধাশ্রমের বেহাল অবস্থার একটি ভিডিও সম্প্রতি লখনউয়ের সমাজকল্যাণ বিভাগেও পাঠানো হয়েছে। ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে একজন বৃদ্ধা মহিলাকে হাত বাঁধা অবস্থায় একটি ঘরে আটকে রাখা হয়েছে। তারপরই, রাজ্য মহিলা কমিশন এবং নয়ডা পুলিশ বৃহস্পতিবার বৃদ্ধাশ্রমের অভিযান চালিয়ে ৩৯ জন বয়স্ক নাগরিককে উদ্ধার করে।

রাজ্য মহিলা কমিশনের সদস্য মীনাক্ষী ভারালার মতে, কিছু বৃদ্ধ পুরুষকে বেসমেন্টের তালাবদ্ধ করে রাখা হয়েছিল। যদিও বেশিরভাগ বৃদ্ধদের দেহে পোশাক ছিল না, মহিলাদের আংশিক পোশাকে পাওয়া গিয়েছিল। তাদের অনেকেরই প্রস্রাব বা মলের দাগযুক্ত পোশাক পাওয়া গিয়েছে। প্রবীণ নাগরিকদের যত্ন নেওয়ার জন্য উপযুক্ত কর্মী পর্যন্ত ছিল না।

বৃদ্ধাশ্রমের একজন কর্মচারী নিজেকে নার্স বলে পরিচয় দিয়েছিলেন। তিনি জানান যে তিনি সদ্য দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আশ্রম বয়স্কদের পরিবারের কাছ থেকে এককালীন আড়াই লক্ষ টাকা নিয়েছিল। এছাড়াও বৃদ্ধ বৃদ্ধাদের খাওয়া এবং থাকা বাবদ প্রতি মাসে ৬,০০০ টাকাও নিয়েছিল।

ওই বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কয়েক দিনের মধ্যে বৃদ্ধ বৃদ্ধাদের সরকারি বৃদ্ধাশ্রমে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

পদ্মফুলে কেন বিরাজ করেন দেবী লক্ষ্মী? জেনে নিন অজানা কাহিনি

জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

‘বাক-স্বাধীনতার ঊর্ধ্বে জীবনের অধিকার’, সুপ্রিমকোর্টের ধমক খেলেন ‘উদয়পুর ফাইলস’-এর নির্মাতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ