27ºc, Haze
Saturday, 13th August, 2022 11:08 pm
নিজস্ব প্রতিনিধি, জয়পুর: দিল্লির নির্ভয়া ফিরল জয়পুরে।
বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে গণধর্ষণ করে বাহুবলিরা তার গোপনাঙ্গে ঢুকিয়ে দিল ধারাল অস্ত্র। নির্মমতার শেষ এখানেই নয়। ওই নাবালিকাকে বাহুবলিরা সেতু থেকে ছুঁড়ে ফেলে দেয়। মর্মন্তুদ ঘটনাটি ঘটেছে রাজস্থানের অলওয়ারে। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের গোড়ার দিকে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রায় দুঘণ্টার চেষ্টায় চিকিৎসকের গোপনাঙ্গ থেকে অস্ত্র বের করতে সক্ষম হয়। নাবালিকা আপাতত স্থিতিশীল। রাখা হয়েছে জেকে লোন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজস্থান ক্যাবিনেটের শীর্ষস্থানীয় মন্ত্রী প্রসাদি লাল মীনা।
সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সেতুর তলা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ প্রথমে তাকে আলওয়ারের একটি হাসপাতালে। চিকিৎসকেরা নির্যাতিতার রক্তক্ষরণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় জয়পুরের জেএন লোক হাসপাতালে। আড়াই ঘণ্টা অপারেশনের পর চিকিৎসকেরা যৌনাঙ্গ থেকে ধারাল অস্ত্রটি বের করতে সক্ষম হন। নাবালিকাকে রাখা হয়েছে আইসিইউ ওয়ার্ডে। তার অবস্থা আপাতত স্থিতিশীল।
এদিকে, এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন রাজস্থানের মহিলা এবং শিশুবিকাশ দফতরের মন্ত্রী মমতা ভূপেশ। পাশাপাশি নাবালিকার পরিবারকে ছ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।