নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কতকিছুই না ভাইরাল হয়। সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা গিয়েছে ঘটা করে সারমেয়র বিয়ে।
সেই ভিডিয়ো অনুসারে, শেরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় সুইটি। হিন্দুমতে যেভাবে বিয়ের অনুষ্ঠান হয়, শেরু এবং সুইটির বিয়ের অনুষ্ঠান হয়েছে ঠিক সেভাবেই। বিয়ের আগে হয়েছে গায়ে হলুদ পর্ব। সুইটির বাড়ির লোকেরা সকালে গিয়েছেল ছেলের বাড়িতে। সঙ্গে ছিল মাছ, মিষ্টি। বিকেল শেরুকে নিয়ে তাঁর পরিবারের সদস্যরা যায় সুইটির বাড়ি। বর যাবে, বরযাত্রী যাবে না তা কী করে হয়।
শেরুর সঙ্গে গিয়েছে পাত্রপক্ষের কয়েজন। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল ১০০জনকে। তবে মুখে মুখে নয়, রীতিমতো বিয়ের কার্ড ছাপিয়ে তাদের আমন্ত্রণ করা হয়। সুইটি, অর্থাৎ পাত্রীপক্ষের তরফ থেকে সবিতা জানিয়েছেন, ছোট থেকে পশুদের প্রতি তার আলাদা ভাব-ভালোবাসা রয়েছে। আর আমি নিঃসন্তান। তাই, সুইটি আমার সন্তানের মতো। যতদূর মনে পড়ে, বছর তিনেক আগে স্বামী গিয়েছিল এখানকার একটি মন্দিরে। ফেরার সময় পথের ধারে শুয়ে থাকা একটি সারমেয় ওর পিছু নেয়। সেই থেকে ও আমাদের বাড়িতেই রয়ে গিয়েছে। কিছুদিন ধরে এলাকার কয়েকজন শুভাকাঙ্খি সুইটির বিয়ের পরামর্শ দেন। শুরু হয় পাত্রের খোঁজ। খবরের কাগজে দেওয়া হয়েছিল বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন দেখে শেরার পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে।