17ºc, Mist
Thursday, 2nd February, 2023 4:50 am
নিজস্ব প্রতিনিধি, কাটনি (মধ্যপ্রদেশ): পুজো করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কাটনিতে। নজর ক্যামেরায় ধরা পড়েছে ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।মৃতের নাম রাজেশ মেহানি। নজর ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা গিয়েছে, রাজেশ মেহানি মূর্তির সামনে আরতি করছিলেন। একসময় তাঁকে দেখা গেল মূর্তির সামনে বসে প্রার্থনা করতে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর রাজেশ মেহানি সাড়াশব্দ না দেওয়ায় মন্দিরে উপস্থিত পুণ্যার্থীদের মধ্যে কৌতুহল তৈরি হয়। তারা মেহানির নাম ধরে ডাকাডাকি করে। সাড়া না দেওয়ায় তারা মেহানির কাছে গিয়ে দেখে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। দ্রুত তাকে তারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাজেশ মেহানিকে মৃত ঘোষণা করে। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাজেশ মেহানির ঔষধপত্রের দোকান রয়েছে। দোকান খোলার আগে নিয়মিত সে ওই মন্দিরে গিয়ে আরতি করে। বৃহস্পতিবারও সে সকালে ওই মন্দিরে গিয়েছিল আরতি করতে।
এই মধ্যপ্রদেশেই দুইদিন আগে ঘটেছে এই ধরনের আরও একটি খবর। বাস চালাতে চালাতে এক চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে। চলন্ত বাস বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। বেশ কিছুদূর যাওয়ার পর বাস একটি দেওয়ালে ধাক্কা মেরে থেমে যায়। পরে জানা যায়, গাড়ি চালক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
চিকিৎসকেরা বলছেন, এই ধরনের হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। যন্ত্রণা বা ব্যথা অনুভূত হয় না।
আরও পড়ুন চিটিংবাজি এবার টিকিট কাউন্টারেই