27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:16 pm
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মাঝ আকাশে উডা়নে অব্যাহত বিপত্তি। এবার ইন্ডিগো বিমানে। বিমানটি নাগপুর থেকে মুম্বই আসছিল। আচমকাই এক যাত্রী নিজের আসন ছেড়ে সোজা চলে যান জরুরী নিষ্ক্রমণ দরজার দিকে। দরজা খোলার জন্য রীতিমতো ধাক্কাধাক্কা করেন। ধাক্কাধাক্কির চোটে দরজার হাতল খুলে তার হাতে চলে আসে।
খবর তেমনই। যাত্রীর ওই কাণ্ড দেখে বিমানের অন্যান্য় যাত্রী রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। বিমানকর্মীরা দ্রুত পাইলটকে জানালে পাইলট পাল্টা যোগাযোগ করে মুম্বই এটিসির সঙ্গে। এটিসি দ্রুত শিল্প নিরাপত্তা বাহিনীর কর্মীদের কানে তোলে। তারা ওই যাত্রীকে গ্রেফতারের জন্য প্রস্তুতি নেয়। বিমানটি অবতরণ করলে শিল্প নিরাপত্তাবাহিনীর কয়েকজন জওয়ান বিমানের সামনে হাজির হয়। বেয়াদপ যাত্রী সিঁড়ি দিয়ে নামতেই তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৪ জানুয়ারি, ইন্ডিগোর 6E-5274 বিমানে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, মাঝ আকাশে কয়েকজন যাত্রীর বেয়াদপি আচরণের খবর তারা শুনেছে। তাই, তারা অত্যন্ত সতর্ক। সংস্থার উচ্চপদস্থকর্তাদের নির্দেশ রয়েছে, এই ধরনের ঘটনার সঙ্গে সমঝোতা নয়। যখন হবে, তখনই যাদের কানে বিষয়টি তোলা দরকার, তাদের কানে তুলতে হবে। ওই বেয়াদপ যাত্রীর ক্ষেত্রে নিতে হবে কড়া পদক্ষেপ।
এক পুলিশ কর্তা জানিয়েছে, অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে একাধিক আইনে মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে রয়েছে যাত্রী নিরাপত্তা আইন লঙ্ঘনের ধারা। বেয়াদপ যাত্রী গ্রেফতার।
আরও পড়ুন জানালা খুলুন, গুটখা ফেলব: যাত্রীর আবদারে থ বিমান সেবিকা