21ºc, Haze
Wednesday, 1st February, 2023 11:23 pm
নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ বছরে মেঘালয়ে (Meghalaya) ৩ লাখ কর্মসংস্থান (Employment) সৃষ্টি করার লক্ষ্য নতুন তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের। মেঘালয়ের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার শিলংয়ে (Shilong) দলের ইস্তাহার প্রকাশের পর সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
মঙ্গলবার দলের ইস্তাহার প্রকাশের অনুষ্ঠান থেকে বিজেপিকেও নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেন, ‘যারা আমাদের বহিরাগত বলেন তাঁরা মেঘালয়ের জন্য কিছু করে উঠতে পারেন নি।’ মেঘালয়ে বিপুল কর্মসংস্থান তৈরির পাশাপাশি বাংলার বেকার যুবকদের ভাতা দেওয়ার আদলে মেঘালয়েও নতুন তৃণমূল সরকার বেকার ভাতা চালু করবে বলে জানান তিনি। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের মাসে এক হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করবে নতুন তৃণমূল কংগ্রেসের সরকার।’ তৃণমূল ক্ষমতায় এলে মেঘালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরেও জোর দেওয়া হবে বলে জানান অভিষেক। তিনি বলেন, মেঘালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ৪ গুণ বৃদ্ধি করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ইস্তাহারে যা আছে তা রূপায়িত করার কাজ শুরু হবে আগামী ৩ মাসের মধ্যে।’
উল্লেখ্য এদিন দলের ইস্তাহার প্রকাশের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মেঘালয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ড. মুকুল সাংমা, সহ-সভাপতি জেমস লিংডো, রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ, মেঘালয়ে দলের ইনচার্জ মন্ত্রী মানস ভুঁইয়া এবং সাংসদ ডেরেক ’ও ব্রায়েন। আগামী ২৭ ফেব্রুয়ারি ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভা নির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।