এই মুহূর্তে




বিরোধীদের পর এবার ওয়াকফ বিল নিয়ে জেপিসির মেয়াদ বাড়ানোর দাবি বিজেপি সাংসদের




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধী সাংসদদের পর এবার সংশোধিত ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য গঠিত জেপিসি বা যৌথ সংসদীয় সমিতির মেয়াদ বাড়ানোর দাবি জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জেপিসির মেয়াদ আরও তিন মাস বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদের এমন দাবি নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তৃতীয় বার ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদি সরকার সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসেছিল। লোকসভায় পেশ হওয়ার পরেই পর্যালোচনার জন্য ওই বিল যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য সমিতিকে তিন মাস সময় বেঁধে দেন। বিজেপি সাংসদ তথা ‘দলবদলু’ হিসাবে বিখ্যাত জগদম্বিকা পালকে যৌথ সংসদীয় সমিতির চেয়ারপার্সন করা হয়। গত কয়েকবার সমিতির বৈঠক শাসক ও বিরোধী শিবিরের প্রতিনিধিদের তরজায় উত্তপ্ত হয়ে উঠেছিল। সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা থাকার জোরে চেয়ারপার্সন জগদম্বিকা পাল বিপক্ষের মতামতকে উপেক্ষা করে চলেছেন বলে‌ও একাধিকবার অভিযোগ করেছেন বিরোধী শিবিরের সাংসদরা। গত ২১ নভেম্বর জেপিসি সমিতির বৈঠক ছিল। সেটিই ওই কমিটির শেষ বৈঠক বলে কার্যত সে দিন জানিয়ে দিয়েছিলেন জগদম্বিকা।

গত সোমবার (২৫ নভেম্বর) যৌথ সংসদীয় সমিতির মেয়াদ বাড়ানোর দাবি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হন বিরোধী সাংসদরা। স্পিকার বিরোধী সাংসদদের আশ্বাস দিয়েছিলেন, মঙ্গলবার এ বিষয়ে তাঁদের সঙ্গে বৈঠক করবেন। সেই মতো মঙ্গলবার দুপুরে বিরোধী সাংসদদের একটি দল সংসদে ওম বিড়লার সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে তৃণমূল সাংসদ ও সমিতির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘স্পিকার সব শুনে সময় বাড়ানোর প্রশ্নে আশ্বাস দিয়েছেন।’ সমিতিতে থাকা বিরোধী দলের সদস্য তথা ডিএমকে সাংসদ এ রাজা বলেন, ‘স্পিকারকে আমরা জানিয়েছি, তাড়াহুড়ো করতে গিয়ে কমিটির চেয়ারম্যান নিয়ম না মেনে বৈঠক করেছেন। বিরোধীদের ‘ডিসেন্ট নোট’ বা যে যে বিষয়ে আপত্তি রয়েছে তা নথিবদ্ধ করার সুযোগ দেওয়া হয়নি। এ ছাড়া বিলের প্রতিটি ধারা ধরে ধরে ভোটও হয়নি। একাধিক পদ্ধতিগত কাজ এখনও বাকি রয়েছে। তাই সময় বাড়ানোর প্রয়োজন।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হোটেল- রেস্তোরাঁ ও প্রকাশ্য গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা অসমে

রণে ক্ষান্ত দিয়ে বৃহস্পতিতে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিন্ডে

অপহরণ করা হয়েছিল সুনীলকে, এখন কেমন আছেন অভিনেতা?

বাঁদর ছানার কাণ্ড, এক লাফে উঠে বসল শশী থারুরের কোলে, তার পর …

বসা নিয়ে মহিলা যাত্রীদের মধ্যে বচসা-হাতাহাতি, ৪ মাসে মেট্রোর হেল্পলাইনে ২.৫ লক্ষ  ফোন

দু’মাসে দুই বিয়ে, তরুণী স্ত্রীর সঙ্গে থাকার জন্যে থানার মধ্যেই দুই স্বামীর বিবাদ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর