এই মুহূর্তে




সিধুর পাক-যোগ নিয়ে দোভালকে ‘নালিশ’ দলত্যাগী অমরিন্দরের




নিজস্ব প্রতিনিধি: যাবতীয় রাজনৈতিক চাপানউতোরে যবনিকা টেনে শেষমেশ কংগ্রেস দল ত্যাগ করারই সিদ্ধান্ত নিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। কিন্তু যেতে যেতেও নভজোৎ সিং সিধুকে বিপাকে ফেলার শেষ চেষ্টা করে গেলেন। উল্লেখ্য, ক্যাপ্টেনের রাস্তা অনুসরণ করেই পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন সিধু। কিন্তু তাতেও তাঁর প্রতি ক্যাপ্টেনের বিদ্বেষ এক ফোঁটাও যে কমেনি বৃহস্পতিবার তা আরও একবার প্রমাণিত হল। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পরের দিনই বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

প্রসঙ্গত কংগ্রেসের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধুর সঙ্গে ক্যাপ্টেনের মনোমালিন্য দীর্ঘদিনের। সম্প্রতি সেই বিবাদ চরমে উঠেছে। আর তাই সিধুর বিরুদ্ধে কার্যত নালিশ করতেই এদিন দোভালের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

সিধুর বিরুদ্ধে অমরিন্দরের সাম্প্রতিক অভিযোগ যে, সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়ার সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন। তাঁদের মধ্যে সম্পর্কও খুব ভালো। এই বিষয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার সকালে ক্যাপ্টেন অজিত দোভালের সঙ্গে দেখা করেছেন বলে জানা গিয়েছে। অমরিন্দরের দাবি, এমন ব্যক্তিকে রাজনৈতিক কোনও গুরুত্বপূর্ণ পদ দেওয়াই উচিত না যার সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ রয়েছে। 

জানা যাচ্ছে এই সাক্ষাতের পরেই কংগ্রেস দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা নিজের মুখেই ঘোষণা করেছেন। 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই কংগ্রেস দল এবং সর্বোপরি দলের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধুর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এমনকি সিধুকে ‘দেশদ্রোহী’ পর্যন্ত আখ্যা দেন ক্যাপ্টেন। এরপরেই তিনি রীতিমতো সিধুর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘ভবিষ্যতে সিধু যাতে কোনও  নির্বাচনে জিততে না পারে তার ব্যবস্থা আমি করব, তার জন্য যত দূর যেতে হয় আমি যাব।’

মঙ্গলবারই অমরিন্দর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। তবে এই প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল শুধুমাত্র সৌজন্যের খাতিরেই তিনি শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে বৃহস্পতিবার দোভালের সঙ্গে সাক্ষাতের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাপ্টেন কংগ্রেস দল ত্যাগ করার কথা ঘোষণা করেন। এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘কংগ্রেস দলে থেকে আমি চরম  অপমানিত হয়েছি। মূলত সেই কারণেই আমি দল ত্যাগ করলাম। তবে আমি বিজেপিতে যোগদান করছি না।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তিরুপতির মন্দিরের লাড্ডুতে মেশানো হয়েছে গরুর চর্বি-মাছের তেল, উল্লেখ ল্যাব রিপোর্টে

রাস্তায় পরিত্যাক্ত স্যুটকেসে মিলল মহিলার টুকরো করা দেহ

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বড় গর্ত, রক্ষণাবেক্ষণের অভাবের দায়ে বরখাস্ত ১ কর্মকর্তা

কাজের অত্যাধিক চাপে মার্কিন সংস্থায় কর্মরত তরুণীর মৃত্যু, তদন্ত শুরু কেন্দ্রের

MBBS-এ ভর্তির জন্য জালিয়াতি, ‘ধর্ম পরিবর্তন’ করে বিপাকে ১৭ শিক্ষার্থী, ৯ পলাতক

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারত সরকারকে তলব করল মার্কিন আদালত

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর