নিজস্ব প্রতিনিধিঃ এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার পুনে জেলার বারামতীতে একসঙ্গে ভাইদুজ পালন করলেন। বুধবার সকালে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার, তাদের ছেলে পার্থ পাওয়ার এবং জয় পাওয়ার ছাড়াও পরিবারের বাকি সদস্যতা জোড় হয় বারামতির কাটেওয়াড়ি এলাকায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বাড়িতে। প্রতি বছর, পাওয়ার পরিবারের সদস্যরা দীপাবলির সময় বারামতীতে একত্রিত হন।
ভাইদুজের সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সুপ্রিয়া সুলে। পোস্ট করে তিনি লেখেন,’ভাইদুজে এমন একটি উত্সব যা ভাই-বোনদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে।‘ সম্প্রতি সুপ্রিয়া সুলেকে যখন জিজ্ঞেস করা হয় পাওয়ার পরিবার প্রতি বছরের মতো দীপাবলি উদযাপনের জন্য একত্রিত হবে কিনা? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন ,’ পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবন দুটি আলাদা জিনিস এবং তারা উৎসব উদযাপনের জন্য অজিত পাওয়ারের বাসভবনে একত্রিত হবেন।‘
প্রসঙ্গত , অজিত পাওয়ার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) থেকে বিচ্ছিন্ন হয়ে বিজেপি ও একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে সরকারের অংশ হওয়ার পর এটাই অজিত পাওয়ারের বাসভবনে এটিই প্রথম । তবুও তাঁরা সকলে এই বছরও একসঙ্গে মিলিত হয়েছেন। রাজনৈতিক উদ্ধে পারিবারিক সন্মানকে স্বীকৃতি দিয়েছেন তাঁরা । প্রসঙ্গত, ভাইদুজে হল, ভাই-বোনের ভালবাসার প্রতীক। যা ঐতিহ্যগতভাবে ভাইবোনদের মধ্যে বন্ধনকে চিহ্নিত করে। এই দিনে, বোনেরা তাদের ভাইদের কপালে টিকা দিয়ে দীর্ঘ এবং সুখী জীবন কামনা করে। শুধু তাই নয় ভাই এবং বোনেরা এই উপলক্ষে উপহার এবং মিষ্টি বিনিময়ও করে থাকে।