এই মুহূর্তে




তিরুপতি লাড্ডু বিতর্কের পর পুরীর মন্দিরের প্রসাদে ব্যবহৃত ঘি পরীক্ষার সিদ্ধান্ত




নিজস্ব প্রতিনিধি: তিরুপতির পর এবার ওড়িশা সরকার বিশ্বখ্যাত পুরীর মন্দিরের লাড্ডু পরীক্ষার সিদ্ধান্ত নিল। তিরুপতির পশুর চর্বি মেশানো লাড্ডু বিতর্কের মধ্যেই গতকাল মঙ্গলবার সামনে এসেছিল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল, সিদ্ধি বিনায়ক মন্দিরের প্রসাদী লাড্ডুর বাক্সে জ্যান্ত ইঁদুরের ছোটাছুটির দৃশ্য। যা দেখে দর্শকরা একেবারে চমকে গিয়েছিল। এমনকী তামিলনাড়ুর একটি মন্দিরেও ঠাকুরের চরণামৃততে পুরুষাঙ্গ নষ্ট হওয়ার একটি ওষুধ মেশানোর কথা জানতে পেরেছিল তামিলনাড়ুর পরিচালক। তিরুপতির লাড্ডু বিতর্ক সামনে আসার পরেই আতঙ্কিত হয়ে পড়ছে দেশের একের পর এক খ্যাতনামা মন্দির কর্তৃপক্ষ। মঙ্গলবার ওড়িশা সরকার পুরীর জগন্নাথ মন্দিরে নৈবেদ্য তৈরির জন্য ব্যবহৃত ঘি’র গুণমান পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানিয়েছেন যে, যদিও লাড্ডু নিয়ে এখানে এমন কোনও অভিযোগ পাওয়া যায়নি, তবে প্রশাসন ‘কোথা ভোগ’ (দেবতাদের জন্য প্রসাদ) এবং ‘বরাদি ভোগ’ (অর্ডার অনুযায়ী প্রসাদ) তৈরিতে ব্যবহৃত ঘিটির গুণমান পরীক্ষা করবে, যাতে দ্বাদশ শতকের মন্দিরের ঐতিহ্য না খারাপ হয়।’ পুরী মন্দিরের ব্যবহৃত ঘি আসে রাষ্ট্র পরিচালিত ওডিশা মিল্ক ফেডারেশন (Omfed) থেকে, যেটি পুরীর মন্দিরের একমাত্র ঘি সরবরাহ কারী। পুরীর প্রসাদ নিয়ে কোনও বদনাম নেই ঠিকই, কিন্তু ভেজালের ভয় দূর করার জন্য ওমফেড দ্বারা সরবরাহ করা ঘি’ র মান পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জগন্নাথ সোয়াইন মহাপাত্র নামে একজন পুরীর পরিচারক দাবি করেছিলেন যে, আগে মন্দির চত্বরে ‘দিয়া’ বা প্রদীপ জ্বালানোর জন্য ভেজাল ঘি ব্যবহার করা হত। কিন্তু এটি বন্ধ করা হয়েছে। কারণ মন্দির কর্তৃপক্ষের কাছে ভক্তদের বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, দিন কয়েক আগে তিরুপতি মন্দিরের নৈবেদ্য লাড্ডু তৈরি পশুর চর্বি দিয়ে, বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোলগোল পড়ে যায় ভক্তমহলে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রথম এই বিষয়টি সামনে এনেছিলেন। শুধু তাই নয়, ১৮ সেপ্টেম্বর একটি বৈঠকে চন্দ্রবাবু নাইডু জানান, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সময়কালেই তিরুপতি মন্দিরে পশুর চর্বি দেওয়া লাড্ডুর কারবারি চলতো। তিনি মুখ্যমন্ত্রী হয়ে আসার পর থেকে স্বাভাবিকভাবে লাড্ডু তৈরির কাজ চলছে। ২০ সেপ্টেম্বর লাড্ডু পরীক্ষার রিপোর্ট সামনে এলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। যদিও বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে জগনমোহন রেড্ডি। বিষয়টির এখন তদন্ত করেছে রাজ্য সরকারের অধীনে তৈরি SIT। হিন্দু ধর্ম নিয়ে এমন অরাজকতা কেউ বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু পশুর চর্বি নয়, লাড্ডুতে তামাক-গুটখার মতো তামাক ও পাওয়া গিয়েছে। তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের মেডিক্যাল কলেজে সন্দেহজনক অবস্থায় মিলল ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ

Chennai Air Show Tragedy: বায়ু সেনার প্রদর্শনী দেখতে গিয়ে শ্বাসরোধ হয়ে ৩ জনের মৃত্যু , অসুস্থ ২০০- র বেশি

সর্বনাশ! শবরীমালার প্রসাদে মিলল উচ্চ মাত্রার পোকামাকড় মারার বিষ

বিজেপির হয়ে প্রচারে রাজি কেজরিওয়াল, তবে শর্ত দিলেন মোদিকে

পুজোর মুখেই ভোপাল থেকে উদ্ধার ১৮০০ কোটির মাদক

রামের ভূমিকায় অভিনয় করতে গিয়ে হার্ট অ্যাটাক, তৎক্ষণাৎ মৃত্যু অভিনেতার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর