এই মুহূর্তে




তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি, পাপ খণ্ডনে ৪ ঘন্টার প্রায়শ্চিত্ত যজ্ঞ




নিজস্ব প্রতিনিধি: ভারতবর্ষের অন্যতম বিখ্যাত মন্দির তিরূমালা তিরুপতি মন্দির। যে মন্দিরের প্রধান প্রসাদ লাড্ডু। পুজো শেষে লাখ লাখ ভক্তরা তিরূপতির আশীর্বাদ হিসেবে লাড্ডু ভক্ষণ করেন, যে লাড্ডুকেই সবাই প্রধান প্রসাদ হিসেবে মনে করে, সেই লাড্ডুতেই পশুর চর্বির উপস্থিতি, দিন কয়েক আগে বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই গোটা দেশ তোলপাড়। একটি ল্যাব টেস্টের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই রীতিমতো তেঁতে উঠেছে ভক্তরা। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, জগন মোহন রেড্ডির শাসনামলে তিরুপতি বালাজি মন্দিরের নৈবেদ্যর লাড্ডু তৈরিতে ঘি’য়ের পাশাপাশি মেশানো হতো পশুর চর্বি, তেল প্রমুখ। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে লাড্ডু তৈরিতে কোনও অরাজকতা চলছে না।

এখন তিরুপতির পশুর চর্বি মেশানো লাড্ডুর বিতর্কটি দেশজুড়ে প্রাধান্য পেয়েছে। এদিকে, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নির্দেশ অনুসারে, সোমবার থেকে মন্দিরের অশুদ্ধতা সংশোধনের জন্য তিরুমালায় শান্তি হোম পঞ্চগব্য প্রোক্ষশন অর্থাৎ হোমের আয়োজন করা হয়েছে। তার আগে গোটা মন্দিরে ৪ ঘন্টা ধরে স্যানিটাইজেশন চলেছে। পশুর চর্বি মেশানো লাড্ডু, হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে। ভগবানকে পশুর চর্বি মেশানো লাড্ডু নিবেদন, যা কিনা ঘোর অনাচার সমতুল্য। এখন মন্দিরের শুদ্ধিকরণের জন্য, এই হোমের আয়োজন করা হচ্ছে শ্রীভরি (শ্রী ভেঙ্কটেশ্বর) মন্দিরের বাঙ্গারু বাভি (সোনার কূপ) যজ্ঞশালায় (আচারিক স্থান)। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে। এবং সরকার কর্তৃক গঠিত SIT ইন্সপেক্টর জেনারেল (আইজি) বা তার উপরে পদমর্যাদার কর্মকর্তারা বিষয়টির পর্যবেক্ষণ করছে। ক্ষমতার অপব্যবহারসহ সমস্ত কারণ খতিয়ে দেখবে SIT।

তদন্ত শেষে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন যে, লাড্ডু নিয়ে আর যাতে ভেজালের মতো ঘটনা না ঘটে, এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে সরকার। মুখ্যমন্ত্রী আরও অভিযোগে জানিয়েছেন, নিয়ম অনুসারে ঘি সরবরাহকারীদের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু জগন মোহন রেড্ডি ক্ষমতা নেওয়ার পর তা এক বছর কমিয়ে আনা হয়েছিল। যদি ঘি সরবরাহকারীদের প্রয়োজনীয় টার্নওভার ২৫০ কোটি টাকা থেকে কমিয়ে ১৫০ কোটি টাকা করা হয় তাহলে কীভাবে খাঁটি ঘি প্রতি কেজি ৩১৯ টাকায় পাওয়া যায়, যখন পাম তেলও এর চেয়ে বেশি দামী? এআর ডেইরি ফুডস প্রাইভেট লিমিটেড ১২ জুন, ২০২৪ থেকে ঘি সরবরাহ শুরু করেছিল? তবে এ বিষয়টি এখনও তদন্তাধীন। প্রসঙ্গত, কয়েকদিন আগে, এনডিএ আইনসভা দলের বৈঠকে, টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু দাবি করেছিলেন যে, পূর্ববর্তী YSRCP সরকার, শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির কর্তৃপক্ষ তিরুপতির আশীর্বাদী নৈবেদ্য হিসেবে লাড্ডু তৈরিতে নিম্নমানের উপাদান এবং পশুর চর্বি ব্যবহার করেছিল।

এর দু’দিন পরেই, ২০ সেপ্টেম্বর, তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) এর নির্বাহী কর্মকর্তা জে শ্যামলা রাও একটি প্রেস কনফারেন্সে জানান যে, লাড্ডু তৈরিতে পশুর চর্বির ব্যবহার বিষয়টি একেবারে সত্যি। কারণ ল্যাব পরীক্ষায় পশুর চর্বির উপস্থিতি স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এরপরেই ভেজাল ঘি সরবরাহকারী ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া চলছে বোর্ডের। বিষয়টি এখন সুপ্রিমকোর্টের অধীনে। তবে চন্দ্রবাবু নাইডুর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Ratan Tata-কে শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করল জামশেদপুরের ৩৩২ পুজো কমিটি

সম্পত্তির জন্য সন্তানদের অত্যাচার, জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দিরে মা কালীকে দেওয়া মোদির সোনার মুকুট চুরি

গল্প নয় সত্যি, মাত্র এক টাকায় মিলছে নতুন জামা-কাপড় থেকে চাল-ডাল

গরিব-মেধাবী পড়ুয়াদের জন্য ‘গৌরী সেন’ হয়ে উঠেছিলেন রতন টাটা, জানুন কীভাবে?

ফের ধর্মীয় রোষ! উত্তরপ্রদেশে ‘ডাণ্ডিয়া’ অনুষ্ঠান থেকে তাড়ানো হল ‘মুসলিম’ সঞ্চালিকাকে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর