নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্যের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। বুধবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রতিটি মামলা আলাদা আলাদা করে শোনা হবে, এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও রাজ্যের একাধিক নিয়োগ সংক্রান্ত মামলা রয়েছে। এর আগেও একাধিকবার মামলার শুনানি পিছিয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা দেশের শীর্ষ আদালতে ওঠায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের এর প্রশ্ন ছিল, “এতগুলি মামলা, কোনটি আমরা আগে শুনবো? আগে জানানো গিয়েছিল, প্রতিটি মামলা একযোগে শোনা হবে”।
এদিন শুনানি শুরু হওয়ার পরই স্থগিত রাখার আর্জি জানায় রাজ্য। ভার্চুয়ালি হাজির ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভার্চুয়াল হাজিরা নিয়ে আপত্তি জানায় রাজ্য।এরপর ৫ অক্টোবর থেকে যাবতীয় মামলার শুনানি শুরু হবে বলে জানায় শীর্ষ আদালত।