27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:55 am
নিজস্ব প্রতিনিধি: চিনা সেনা এবং তাঁদের আগ্রাসনই এখন দেশের জন্য সব থেকে বড়ো আতঙ্কের কারণ, শুক্রবার এই কথা নিজের মুখেই স্বীকার করলেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। এই প্রসঙ্গে বিপিন রাওয়াত এদিন বলেন, এই মুহূর্তে ভারতের নিরাপত্তার দিক থেকে সবথেকে বড়ো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে চিন। ভারত-চিন সীমান্তে পরিস্থিতি এতটাই গুরুতর যে নয়া দিল্লি থেকে কয়েক হাজার ভারতীয় সেনার যে দল এবং বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র ডি-ফ্যাক্টো হিমালয় সীমান্ত সুরক্ষিত করতে পাঠানো হয়েছিল তা দীর্ঘ সময় পর্যন্ত সেনা ঘাঁটিতে ফিরতে পারবে না।
সীমান্তের পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে এদিন রাওয়াত বলেন, সীমান্ত বিষয়ক আলচনাগুলিতে বিশ্বাসের অভাব রয়েছে। অন্যদিকে একে ওপরের প্রতি সন্দেহ ক্রমশ বেড়েই চলেছে। মূলত এই কারণেই ভারতের সঙ্গে চিনের সীমান্ত নিয়ে আলোচনাগুলি কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না।
উল্লেখ্য, ২০২০ সালে জুন মাসে লাদাখের ভারত-চিন সীমান্তে প্রায় ৩৪৮৮ কিলোমিটার এলাকা জুড়ে সংঘর্ষে জড়ান দুই দেশের নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় ভারতীয় সেনার ২০ জন সদস্য এবং চিনা সেনার ৪ জন সদস্যের মৃত্যু হয়। এরপর থেকেই ভারত-চিন সীমান্ত মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশেও এই দুই দেশের সেনার মধ্যেকার সমীকরণ পাল্টেছে। ক্রমশ এই সীমান্তেও নিজেদের শক্তি বৃদ্ধি করতে শুরু করে চিন। তাঁর জেরে অরুণাচলের সীমান্তেও মোতায়েন রয়েছে ভারতীয় সেনার বিশাল বাহিনী।