এই মুহূর্তে




সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে ধুবড়ি, দেখামাত্রই গুলি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর




নিজস্ব প্রতিনিধিঃ সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে ধুবড়ি। অশান্তি নিয়ন্ত্রণে আনতে এবার কঠোর হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধুবড়ি জেলায় সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টাকারীদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিলেন তিনি। এই ঝামেলার সুত্রপাত হয়েছে, গত সপ্তাহে বকরি ঈদের পরের দিন থেকে। যখন একদল মানুষ সাম্প্রদায়িক বিরোধ উস্কে দেন হিন্দু মন্দিরে কয়েকটি গরুর মাথা রেখে। এরপরেই অশান্তি চরমে ওঠে।

শুক্রবার ধুবড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধুবড়ি জেলায় সাম্প্রদায়িক অশান্তি যাঁরা উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। প্রয়োজনে, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য পুলিশ রাতে দুর্বৃত্তদের দেখামাত্রই গুলি করতে পারবে।  গত সপ্তাহ থেকে ধুবড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভীতিকর পর্যায়ে চলে গিয়েছিল। বকরি ঈদের পরের দিন, কিছু লোক হনুমান মন্দিরের সামনে একটি কাটা গরুর মাথা রেখেছিলেন। এরপরেই হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেরা দেখা করে এবং শান্তি কমিটিও আলোচনা করে। মনে করা হয়েছিল এই আলোচনায় বিষয়টি সমাধান হয়ে গিয়েছে। কিন্তু পরের দিন, মন্দির প্রাঙ্গণে আরেকটি গরুর মাথা পাওয়া যায়। তারপরেই পাথর ছোঁড়াছুঁড়ির ঘটনাও ঘটে। তাছাড়া, ধুবড়িতে বাংলাদেশের অংশ হিসেবে উল্লেখ করে পোস্টার লাগানো হয়েছিল। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী অশান্তি ছড়ানোর জন্যে এখানেই এই ধরনের বিরোধীমূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, শুক্রবার ধুবড়িতে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) এবং CRPF-কেও পাঠানো হয়েছিল। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বকরি ঈদের সময় ধুবড়িতে কী ঘটেছিল এবং আমরা পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছি। জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ধুবড়িতে একটি নতুন গরুর মাংস মাফিয়া আবির্ভূত হয়েছে, যারা ঈদের ঠিক আগে হাজার হাজার পশু কিনেছিল। তাঁদের খোঁজে এখন তদন্ত চলছে, এবং অপরাধীদের কারাগারে পাঠানো হবে। সম্প্রতি, অসম এবং বাংলাদেশে কিছু রাজনৈতিক পরিবর্তন এসেছে। এর পর, একটি বিশেষ অংশ অনলাইনে এবং মাঠ পর্যায়ে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল পুলওয়ামার হামলাকারীরা, বিস্ফোরক দাবি FATF-এর

ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ