এই মুহূর্তে




কানাডায় আটক বাবা সিদ্দিকের খুনের মাস্টারমাইন্ড জিশান আখতার




নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের বাহুবলী নেতা বাবা সিদ্দিকীর খুনের মূলহোতা জিশান আখতারকে আটক করেছে কানাডা পুলিশ। মুম্বই পুলিসের দেওয়া তথ্যের ভিত্তিতেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুর্দান্ত শার্প শুটার আটক করা হয়েছে। ধৃতকে ফেরাতে কানাডা পুলিশের সঙ্গে ইতিমধ্যেই মুম্বই পুলিশের শীর্ষ আধিকারিকরা যোগাযোগ করেছেন। যদিও কানাডা পুলিশ ভারতের হাতে কুখ্যাত সুপারি কিলারকে তুলে দেবে কিনা তা নিয়ে সন্দিহান মুম্বই পুলিশের শীর্ষ আধিকারিকরা

গত বছরের ১২ অক্টোবর প্রকাশ্য দিবালোকেই খুন হয়ে যান মুম্বইয়ের অন্যতম বাহুবলী তথা এনসিপির দাপুটে নেতা বাবা সিদ্দিকী। ব্যবসায়িক নাকি রাজনৈতিক কারণে খুন তা নিয়ে অবশ্য ধোঁয়াশা দেখা দেয়। ওই হত্যাকাণ্ডের পিছনে নাম জড়ায় কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শার্প শুটার তথা সুপারি কিলার জিশান আখতার ইয়াসিন আখতারের। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পাশাপাশি পুণের কুখ্যাত দুষ্কৃতী সৌরভ মহাকালের হয়েই খুন-অপহরণ  করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পঞ্জাবে জিশানের বিরুদ্ধে খুন অপহরণ, তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে। লরেন্সের ভাই আনমোল বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত।

বান্দ্রায় বাবা সিদ্দিকী খুন হয়ে যাওয়ার পরেই জিশানকে খুঁজে বেড়াচ্ছিলেন মুম্বই পুলিশের গোয়েন্দারা। কিন্তু নিরাশ হতে হয়। দেশ ছেড়ে কানাডায় পাড়ি দেয় কুখ্যাত অপরাধী। গোপন সূত্রে খবর পেয়ে কানাডা পুলিশকে জিশানের অবস্থান ও গতিবিধি জানিয়ে দেয় মুম্বই পুলিশ। অবশেষে কুখ্যাত শার্প শুটারকে আটক করতে সক্ষম হয়েছে কানাডা পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার কো-পাইলট ক্লাইভ কুন্দারের শেষকৃত্য আজ মুম্বইয়ে

প্রাক্তন স্বামীর শেষকৃত্যে যোগ দিতে সন্তানদের নিয়ে দিল্লি উড়ে গেলেন করিশ্মা

বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ ক্ষতিগ্রস্ত, পাঠানো হতে পারে বিদেশে

ফের বিভ্রাটের সম্মুখীন,মাঝ আকাশ থেকে দিল্লি ফিরল লেহগামী ইন্ডিগো বিমান

ইরানে ক্ষমতার পালাবদলের ডাক দিলেন খামেনির ভাইপো

ইরানে ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৬৩৯ জনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ