নিজস্ব প্রতিনিধি: আগামী অক্টোবর, নভেম্বরেই স্কুল খুলছে মহারাষ্ট্র এবং বিহারে। শুক্রবার একথা ঘোষণা করলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও বিহারে গত ১৬ আগস্ট থেকেই প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছিল। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়াও শুরু হয়েছিল ৫০ শতাংশ হাজিরা দিয়ে। কিন্তু আগামী ১৫ নভেম্বর থেকে এই রাজ্যের সমস্ত প্রাইমারী এবং অঙ্গনওয়ারী স্কুল খুলে দেওয়ার কথা ঘোষণা করা হল শুক্রবার।
অন্যদিকে, আপাতত কিছুটা নিয়ন্ত্রণে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা এখনও যদিও হাজারের ওপরেই রয়েছে, তবে মহারাষ্ট্রে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনায় মৃতের সংখ্যা। আর তাই এবার মহারাষ্ট্রের সব জেলাতেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা সরকার। শুক্রবার মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গাইকওয়াদ সাংবাদিকদের মুখোমুখি এসে জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর থেকে গ্রামাঞ্চলের সমস্ত স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অফলাইনে ক্লাস শুরু করা হবে। তবে তারা আদৌ স্কুলে এসে ক্লাস করতে ইচ্ছুক কিনা সেটা পুরোপুরি তাদের এবং তাদের অভিভাবকদের ওপর নির্ভর করছে। এমনকি স্কুলে এসে ক্লাস করার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকেই অভিভাবকদের অনুমতিপত্র দেখাতে হবে।
এদিন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, গ্রামাঞ্চলের স্কুলগুলি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খোলা হচ্ছে। অন্যদিকে শহরাঞ্চলের স্কুলগুলি খোলা হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। গ্রামাঞ্চলের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী এবং শহরাঞ্চলের প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠনপাঠনের কাজ আপাতত অনলাইনেই হবে।
অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার স্কুল খোলার প্রসঙ্গে একটি টুইট করে জানিয়েছেন, ‘করোনা সংক্রমণ রুখতে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল তা ইতিবাচক প্রভাব ফেলেছে। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে ১৫ নভেম্বর, ২০১২ থেকে রাজ্যের সমস্ত প্রাইমারী এবং অঙ্গনওয়ারি স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, মহারাষ্ট্রের পাশাপাশি বিহারের করোনা পরিস্থিতিও যথেষ্ট নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় বিহারে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। অন্যদিকে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।