নিজস্ব প্রতিনিধিঃ ২০২৩ সালে গোঁড়ার দিকে সাংসদ পদ হারিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে পিটিশন জমা দিয়েছিল গুজরাতের সেই বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। এবার তাঁকেই নতুন সাংগঠনিক দায়িত্ব দিল গেরুয়া শিবির। কেন্দ্রশাসিত অঞ্চল দমন এবং দদরা ও নগর হভেলির পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয়েছে বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদিকে। মনে করা হচ্ছে , কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করায় পূর্ণেশ মোদিকে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ পদ। প্রসঙ্গত ২০১৯সালে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিল ,কেন সব চোরদের পদবি মোদি হয়। এর পরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন পূর্ণেশ। দাবি ছিল, সমস্ত মোদি সম্প্রদায়ের অবমাননা করেছেন কংগ্রেস নেতা।
এই দাবির জেরে সাংসদ হারিয়েছিলেন রাহুল। তবে পরে অবশ্য অগাস্ট মাসে সেই হারিয়ে যাওয়া সাংসদ পদ ফিরে পান রাহুল। তবে তাঁর বিরুদ্ধে পিটিশন দাখিল করে বছর তিনেক আগে থেকেই জাতীয় রাজনীতিতে পরিচিত এক মুখ হয়ে ওঠেন পূর্ণেশ। পাশাপাশি মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত ছিলেন। এবার তাকেই নয়া পদ দিল গেরুয়া শিবির। ১৯৮৪ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন পূর্ণেশ। তিনি তিনবারের বিধায়ক।
২০১৩ সালে উপনির্বাচনে পশ্চিম সুরাট থেকে প্রথমবার তিনি ভোটে জেতেন। এর পর ২০১৭ ও ২০২২ সালেও পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি। শেষবার রীতিমতো ১ লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেন তিনি। ২০২১ সালে তিনি প্রথমবার ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পান। একের পর ধাপে ধাপে উত্তরণ করেন পূর্ণেশ মোদির।