এই মুহূর্তে




শ্রীরামচন্দ্রকে নিয়ে মন্তব্যের জের, বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে মৃত্যু-হুমকি পেলেন রবি কিষাণ

নিজস্ব প্রতিনিধি: বিহার বিধানসভা নির্বাচন আসন্ন। আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে জুড়ে পালিত হবে ভোট উৎসব। ১৪ নভেম্বর ফলাফল। ইতিমধ্যেই বিভিন্ন দলগুলি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থীদের মনোনয়নপত্রও জমা পড়ে গিয়েছে। আর বিহার নির্বাচনী প্রচারণার মধ্যেই মৃত্যু হুমকির শিকার হলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষাণ। ইতিমধ্যেই অভিনেতা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছেন, অভিনেতাকে ফোন করে ধর্মীয় বিশ্বাস সম্পর্কিত ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি করেছে এক অজ্ঞআত ব্যাক্তি। যার ফলে ভয়ে তটস্থ অভিনেতার পরিবার। কেননা তাঁর পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন গোরক্ষপুরের রামগড় তাল থানার কর্মকর্তারা। সেখানেই এই বিষয়ে একটি FIR দায়ের করেছেন রবি কিষাণ। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোরক্ষপুরের এসপি অভিনব ত্যাগী জানিয়েছেন, “আমরা জানতে পেরেছি যে, একজন অজ্ঞাত ব্যক্তি বিহার নির্বাচনী প্রচারণার সময় সাংসদ রবি কিষাণকে তার বক্তৃতা সম্পর্কে ফোনে মৃত্যু হুমকি দিয়েছেন। রামগড় থানায় প্রাসঙ্গিক ধারায় মামলাটি দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।”

পাশাপাশি অভিনেতাও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সম্প্রতি ফোনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে, এমনকী আমার মা সম্পর্কেও অশ্লীল মন্তব্য করা হয়েছে। আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে এবং ভগবান শ্রী রামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলা হয়েছে। এটি কেবল আমার ব্যক্তিগত মর্যাদার উপরই সরাসরি আক্রমণ নয়, বরং আমাদের বিশ্বাস এবং ভারতীয় সংস্কৃতির মূল উপাদানগুলির উপরও সরাসরি আক্রমণ। এই ধরনের কাজ সমাজে ঘৃণা এবং অরাজকতা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা মাত্র। গণতান্ত্রিক শক্তি, আদর্শিক সংকল্পের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানানো হবে। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে, আমি এই হুমকি গুলিকে একেবারেই ভয় পাই না। তাই আমি কখনই তাদের কাছে মাথা নতও করব না। জাতীয়তাবাদ, জনসেবা এবং ধর্মের পথে চলা আমার কাছে কোনও রাজনৈতিক কৌশল নয়। এটি জীবনের একটি সংকল্প। আমাকে যে মূল্যই দিতে হোক না কেন, আমি প্রতিটি পরিস্থিতিতে এই পথে অবিচল থাকব। এই পথটি কঠিন, কিন্তু এর মধ্যেই আমি আমার জীবনকে অর্থপূর্ণ বলে মনে করি। আমার কাছে, এই সংগ্রাম আত্মসম্মান, বিশ্বাস এবং কর্তব্য রক্ষার প্রতীক, এবং আমি শেষ অবধি দৃঢ়, নিবেদিতপ্রাণ থাকব।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ