এই মুহূর্তে




‘বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব’, হুঙ্কার মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহার দখলের পরে এবার যে বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ, রাখঢাক না রেখে তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিহারে এনডিএ’র বিপুল জয় উদযাপন অনুষ্ঠানে মোদি বলেছেন, ‘আজকের এই জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপির কর্মীদের উজ্জীবিত করেছে। মা গঙ্গা বিহার হয়েই বাংলায় প্রবাহিত হয়। বিহারের পর এবার বাংলা থেকেও জঙ্গলরাজকে নির্মূল করব। এই জয় বাংলায় বিজেপির জয়ের পথ প্রশস্ত করেছে।’ প্রসঙ্গত আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। যদিও প্রধানমন্ত্রীর এই হুঙ্কারকে পাত্তা দিচ্ছে না বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাঁরা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘বাংলা যে বিহার নয়, তা টের পাবেন মোদি। কত ধানে কত চাল, তা বুঝিয়ে দেওয়া হবে।’

বিহারে এনডিএ’র বিপুল জয় উদযাপন উপলক্ষে রাজধানীতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা-সহ পদ্ম শিবিরের শীর্ষ নেতারা হাজির ছিলেন। দেহাতিদের কায়দায় গামছা নাড়িয়ে দলের কর্মী-সমর্থকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বলেন, ‘বিহারে বিরাট জয় পেয়েছে এনডিএ জোট। মানুষের বিশ্বাস অটুট রয়েছে এনডিএ’র প্রতি। যারা তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করে তাঁরা এম-ওয়াই ফর্মূলা (মুসলিম ও যাদব) আঁকড়ে ধরেছিল। আর আজকের জয় নতুন এম ওয়াই ফর্মূলার জন্ম দিয়েছে।  ‘এম’ মানে মহিলা এবং ‘ওয়াই’ মানে যুব সমাজ।’

বিহারে বিধানসভা ভোটে কার্যত ভূমিশয্যা নিয়েছে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস। গতবারের তুলনায় দুই দলের আসন সংখ্যা এক তৃতীয়াংশে নেমে এসেছে। মওকা পেয়ে দুই দলের নেতাদের কাঁটা গায়ে নুন ছিটিয়েছেন প্রধানমন্ত্রী। লালুর জমানাকে বিঁধে বলেছেন, ‘এক সময়ে বিহারে ভোটকেন্দ্রে প্রকাশ্যে হিংসা হত। আগে বহু জায়গায় পুনর্নির্বাচন হত।  আগে বিহারে মাওবাদী রাজও ছিল। নকশাল এলাকায় তিনটের পর আর ভোট করা যেত না। কিন্তু জঙ্গলরাজ সরতেই বিহার স্বাভাবিক হয়েছে। এ বার বিহারের ভোটে কোনও হিংসা হয়নি।’ কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘বিহারের ভোটে আমাদের যত জন জিতেছেন, গত ছ’টা বিধানসভা মিলিয়েও কংগ্রেসের এত জন জিততে পারেননি। কংগ্রেস হল মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস পার্টি। কংগ্রেসের ভিতর এত নিরাশা যে, দলে নতুন ভাগ তৈরি হচ্ছে। আবার বিভাজন হবে। কংগ্রেসের সঙ্গে যারাই জোট করবে, তাদেরই এর ফল ভুগতে হবে। কংগ্রেস একটা বোঝা হয়ে গিয়েছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুকুরে ঝাঁপ দিয়ে জেলেদের সঙ্গে মাছ ধরেছিলেন রাহুল, সেই বেগুসরাইতেও হারল কংগ্রেস

বিহারে ২০২ আসনে জয়ী NDA, কোনও ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রাখল RJD

‘শিগগিরই ভেঙে টুকরো হবে কংগ্রেস’, বিহার জয়ের পর বড় দাবি মোদির

বিহারে এনডিএ’র বিপুল জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মোদি

‘মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন নীতীশই’, বিজেপির ‘রক্তচাপ’ বাড়ালেন চিরাগ

রাঘোপুরে জয়ের হ্যাটট্রিক তেজস্বীর, তবে গতবারের তুলনায় কমল ব্যবধান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ